Durga Puja Ashtami 2022

অষ্টমীতে বাচ্চা মেয়েদের উপহার দেওয়া শুভ কেন? কী বলছে জ্যোতিষ

অষ্টমীর দিন নিরামিষ খাবার খাওয়াই শ্রেয়। আরও কিছু টোটকা মেনে চললে সুখ সমৃদ্ধি বাড়বে বলে মনে করে জ্যোতিষ।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২২ ১১:৩৩
Share:

অষ্টমীর দিন কুমারীপুজো এবং সন্ধিপুজোর মাধ্যমে মায়ের পুজো পালন করা হয়। ছবি: সংগৃহীত

৩ অক্টোবর ২০২২ সোমবার মহাঅষ্টমী। মহাসপ্তমীর পুজো শেষ হলেই শুরু হয় মহাঅষ্টমীর পুজো। শারদীয়ার সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিন হল অষ্টমীর দিন। এই দিন কুমারীপুজো এবং সন্ধিপুজোর মাধ্যমে মায়ের পুজো পালন করা হয়। জ্যোতিষ মতে, অষ্টমীর দিন যদি কিছু টোটকা সঠিক নিয়ম অনুসারে পালন করা যায়, তা হলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে সময় লাগে না।

Advertisement

টোটকা—

১) এই দিন যে ভক্তেরা মায়ের অঞ্জলি দেবেন, তাঁরা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন।

Advertisement

২) এই দিন অঞ্জলি দেওয়ার সময় পদ্মফুল এবং যে কোনও হলুদ রঙের ফুল মায়ের চরণে অর্পণ করতে হবে।

৩) অষ্টমীর দিন ছোট বাচ্চা মেয়েকে কিছু উপহার দেওয়া খুব ভাল বলে মানা হয়। এ ছাড়া যে কোনও মানুষকেও এই দিন উপহার দেওয়া খুব ভাল।

৪) মায়ের চরণে অষ্টমীর দিন ১০৮টা পদ্মফুল অর্পণ করুন, তার পর অষ্টমী পুজো সমাপ্ত হলে একটা পদ্মফুল মায়ের চরণ থেকে তুলে এনে ঘরে টাকা রাখার জায়গায় রেখে দিন।

৫) অষ্টমী পুজোর সময় মা দুর্গার চরণে পাঁচটা বা সাতটা কড়ি অর্পণ করুন। অষ্টমী পুজো শেষ হলে কড়িগুলো এনে ঘরের যে কোনও শুদ্ধ জায়গায় রেখে দিলে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।

৬) অষ্টমী পুজোর দিন ১০৮ বার দুর্গা মন্ত্র জপ করলে খুব শুভ ফল পাওয়া যায়।

৭) সন্ধিপুজোর সময় মায়ের প্রতিমার দিকে তাকিয়ে মনের কামনা জানালে, সব মনের কামনা পূর্ণ হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement