Aries

মাঘী পূর্ণিমার বিশেষ গুরুত্ব এবং টোটকা

এই দিন ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণের পুজো করতে হবে এবং ভগবান শ্রীবিষ্ণুকে দুর্বা, তুলসি, ফল এবং মিষ্টান্ন অবশ্যই অর্পণ করতে হবে। এ ছাড়া নারায়ণ এবং মা লক্ষ্মীর পুজোও করা যেতে পারে।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৮:২০
Share:

এই দিন উপবাস রাখা খুবই ভাল।

সনাতন ধর্ম অনুযায়ী বাঙালিদের কাছে মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। এই দিনটিকে অতি পবিত্র দিন হিসেবে ধরা হয়। এই দিন নানা কাজের মাধ্যমে জীবনে পূণ্য অর্জন করা যায়। মাঘী পূর্ণিমার দিন এমন কিছু কাজ রয়েছে যা সঠিক নিয়মে পালন করলে সৌভাগ্য বৃদ্ধি পায়।

Advertisement

দেখে নেওয়া যাক কাজগুলো কী—

• এই দিন ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণের পুজো করতে হবে এবং ভগবান শ্রীবিষ্ণুকে দুর্বা, তুলসি, ফল এবং মিষ্টান্ন অবশ্যই অর্পণ করতে হবে। এ ছাড়া নারায়ণ এবং মা লক্ষ্মীর পুজোও করা যেতে পারে।

Advertisement

• এই দিন গঙ্গা স্নানের মাহাত্ম্য প্রচুর। এই দিন গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন করা যায় এবং মনে করা হয় মাঘী পুর্নিমার পূণ্য তিথিতে স্বয়ং নারায়ণের বাস থাকে গঙ্গায় তাই যদি এই তিথিতে গঙ্গায় স্নান করা হয় তা হলে জীবন থেকে দুঃখ, রোগব্যাধি একেবারে মুছে যায় এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। অন্যান্য দিনের তুলনায় এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত ভাল বলে মনে করা হয়।

• মাঘী পূর্ণিমার দিন গঙ্গায় স্নান করার সময় অবশ্যই এই মন্ত্রটি জপ করুন

মন্ত্র— ওঁ বাসুদেবায় নমঃ।।

• এই দিন উপবাস রাখা খুবই ভাল। উপবাস থেকে স্নান পর্ব সারার পরই পুজো অর্চনা করতে হবে।

• পুজো শেষের পরে ভগবান শ্রীবিষ্ণুর ধ্যান অবশ্যই করতে হবে।

• এই দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে।

• এই দিন বুদ্ধদেবের ধ্যান করলেও যথেষ্ট পুণ্য অর্জন করা যায়।

• সব শেষে নিজের যেটুকু সম্ভব গরিবদের দান করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement