সফল হতে গেলে পরিশ্রমের যে কোনও বিকল্প নেই, তা আর বলার অপেক্ষা রাখে না। তবুও লক্ষ্যে পৌঁছাতে পরিশ্রমের পাশাপাশি ভাগ্যের সঙ্গ পাওয়াটাও জরুরি। না হলে ব্যর্থ হাওয়ার আশঙ্কা যে বাড়ে, তা বলাই বাহুল্য! তাই তো আমাদের আশেপাশে এমন কিছু জিনিস রয়েছে যা রাশি অনুযায়ী যদি সঙ্গে রাখা যায়, তা হলে নাকি খারাপ সময় ধারে কাছেও ঘেঁষতে পারে না। সেই সঙ্গে ভাগ্য বিগড়ে যাওয়ার আশঙ্কাও কমে যায়।
জেনে নিন কোন রাশির ক্ষেত্রে কোন জিনিসটি লাকি:
১. মেষ:
১২টি রাশির মধ্যে সবথেকে কর্মঠ এই রাশির জাতক। শুধু তাই নয়, এঁরা একবার যদি লক্ষ্য স্থির করে নেন, তা হলে যে কোনও ভাবেই হোক না কেন, সেই লক্ষ্যে তাঁরা পৌঁছবেনই। তাই এমন পরিশ্রমী, কর্মঠ মানুষদের লাকি চার্মের কোনও প্রয়োজন আছে বলে মনে হয় না। তবুও যদি বলতে হয়, এই রাশির জাতকদের ক্ষেত্রে লাকি চার্ম হল চাবি। শুনতে আজব লাগলেও একথা ঠিক যে, ভাগ্যের তালা খুলতে মেষ রাশির অধিকারীদের সঙ্গে সব সময় একটা চাবি রাখা জরুরি। এমনটাও বিশ্বাস করা হয় যে, এই লাকি চার্মটি সঙ্গে রাখলে এই রাশির জাতকদের কোনও ধরনের শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন থাকে না, তেমনই উন্নতির পথে কোনও বাধা আশার আশঙ্কাও দূর হয়।
২. বৃষ:
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই রাশির জাতকদের ক্ষেত্রে লাকি চার্ম হল ৭ নম্বরটি। এই সংখ্যাটি লেখা কোনও রুমাল বা যে কোনও কিছু সব সময় সঙ্গে রাখলে উপকার হবেই। শুধু বৈদিক জ্যোতিষেই নয়, গ্রিক মতেও ৭ সংখ্যাটির ক্ষমতা সম্পর্কে বেশ কিছু লেখার সন্ধান পাওয়া যায়। তাই বল, গুড লাককে যদি রোজের সঙ্গী করে তুলতে হয়, তা হলে এই সংখ্যাটির সঙ্গে বন্ধুত্ব পাতাতে পারেন।
৩. মিথুন:
যদি এমনটা বিশ্বাস করা যায় যে, ভাগ্য সঙ্গে থাকলে সাফল্যের শৃঙ্গ জয় করা সম্ভব, তা হলে সঙ্গে একটা ডাইস রাখতে পারেন। এমনটা বিশ্বাস করা হয় যে, ছোট এই জিনিসটির সঙ্গে বন্ধুত্ব পাতালে খারাপ সময় কেটে যেতে সময় লাগে না। আর এমনটা হলে সৌভাগ্য হয়ে ওঠে রোজের সঙ্গী।
আরও পড়ুন: বৃহস্পতি দুর্বল থাকলে চরম বিপদ, তাই এই নিয়মগুলো মেনে চলা জরুরী
৪. কর্কট:
আশেপাশের মানুষদের আনন্দে রাখাই এঁদের মূল লক্ষ্য। শুধু তাই নয়, কী ভাবে ভালেবাসার মানুষদের পাশে দাঁড়ানো যায়, সেই চিন্তার এঁরা সদা চিন্তিত থাকেন। তবে যে জিনিসটি কর্কটরাশির জাতকদের ভাগ্য ফেরাতে পারে, সেটি একটা আজব বস্তু! কী সেটা? একটা গুবরে পোকার ছবি যদি সঙ্গে রাখা যায়, তা হলে নাকি বেজায় সুফল মেলে। এটি সঙ্গে থাকলে কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কাও কমে যায়।
৫. সিংহ:
বৈদিক জ্যোতিষ অনুসারে, সিংহ রাশির অধিকারীদের লাকি চার্ম হল নীলকান্তমণি বা নীলা। এই পাথরটি ধারণ করলে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য ফিরে আসতে সময় লাগে না। কিন্তু এ ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখা একান্ত প্রয়োজন, তা হল কোনও ধরনের জেমস্টোন বা পাথর ধারণ করার আগে জ্যোতিষ বিশেষজ্ঞদের সঙ্গে একবার আলাপ আলোচনা করে নেওয়াটা একান্ত প্রয়োজন।
৬. কন্যা:
বিশেষজ্ঞদের মতে, আমাদের আশেপাশে উপস্থিত পজিটিভ এবং নেগেটিভ শক্তির দ্বারা এই রাশির জাতকরা বেজায় প্রভাবিত হয়ে থাকেন। তাই তো খারাপ শক্তির কারণে যাতে কন্যা রাশিদের কোনও ক্ষতি না হয়, তা সুনিশ্চিত করতে এঁদের চোখের সামনে রাখা যায় ‘ইভিল আই’ নামক শো-পিস। এটি লকেট হিসেবেও ধারণ করতে পারেন। আসলে এটি সঙ্গে থাকলে ভাগ্য তো সহায় হয়ই, সেই সঙ্গে নেগেটিভ বা খারাপ শক্তির প্রভাবও কমে যায়।