আমাদের জীবনসঙ্গী কেমন হতে পারে, তার একটা আভাস আমাদের লগ্ন থেকে পাওয়া যায়। লগ্নের উপর ভিত্তি করে, আসুন দেখি, কী বলে আমাদের কুণ্ডলী—
১। মেষ লগ্ন: মেষ লগ্নের জাতক বা জাতিকার জীবনসঙ্গী বেশ সুন্দর এবং শৌখিন হন। বিবাহিত জীবনে প্রেম ভালবাসা বজায় রাখে।
২। বৃষ লগ্ন: বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনসঙ্গী দেখতে খুব সুন্দর না হলেও তাঁরা যে কোনও পরিস্থিতিতে মানিয়ে চলতে পারেন। কর্মজীবনে সফল হয়। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হয়ে থাকে।
৩। মিথুন লগ্ন: এই লগ্নের জীবনসঙ্গী উচ্চশিক্ষিত, হাসি-খুশি, অল্পে সন্তুষ্ট এবং ভাল রান্না করতে জানে।
৪। কর্কট লগ্ন: এই লগ্নের জাতক-জাতিকাদের জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ মনোমালিন্য লেগেই থাকে। এঁদের জীবনসঙ্গীরা কঠোর পরিশ্রমী এবং অল্প কর্কশভাষী হতে পারে।
৫। সিংহ লগ্ন: এঁদের জীবনসঙ্গী সৎ, পরিশ্রমী এবং শৌখিন হন। এঁরা দেখতেও বেশ সুন্দর হন।
৬। কন্যা লগ্ন: এঁদের জীবনসঙ্গী বাড়ি ঘর সাজাতে ও রান্না করতে ভালবাসেন। একটু স্বাস্থ্য ভাল হয়। দাঁত সাধারণের থেকে বড় হতে পারে। পেটের সমস্যা থাকে।
৭। তুলা লগ্ন: এই লগ্নের জীবনসঙ্গীরা বিবাদ ভালবাসে। বিবাহের পর এই লগ্নের জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি হয়।
৮। বৃশ্চিক লগ্ন: এঁদের জীবনসঙ্গীরা বেশ সুন্দর ও সৌখিন হন। এঁরা উচ্চাকাঙ্খী হওয়ায় এঁদের বিবাহিত জীবনে বিবাদ লেগেই থাকে। বাড়ি-গাড়ি ও বিলাসিতা পছন্দ করে।
আরও পড়ুন: ঘরের কোন দেওয়ালে কী রকম ছবি টাঙালে বিপদ হতে পারে
৯। ধনু লগ্ন: এই লগ্নের জাতক-জাতিকাদের জীবনসঙ্গীদের সিদ্ধান্ত গ্রহণের সমস্যা থাকে। জীবনে একাধিক প্রেম আসে। শ্বশুর বাড়ি সংক্রান্ত সমস্যা থাকে।
১০। মকর লগ্ন: শাস্ত্রমতে চাঁদের মতো সুন্দর ও ফর্সা জীবনসঙ্গী হয়। সর্দি-কাশির ধাঁচ হবে। খুব নরম মনের হয় ও দান-ধ্যান করেন।
১১। কুম্ভ লগ্ন: এঁদের জীবনসঙ্গীর নাম ও যশ থাকবে। খুব জোরে কথা বলেন। প্রভাবশালী হতে পারেন। চোখের ও হার্টের সমস্যা হতে পারে।
১২। মীন লগ্ন: এঁদের জীবনসঙ্গী বয়সের তুলনায় দেখে কম বয়সের মনে হয়। ভোজনরসিক ও খুব বুদ্ধিসম্পন্ন হন।
বিশেষ দ্রষ্টব্য- একটি কথা মনে রাখতে হবে এটি একটি সাময়িক অনুমান, সাধারণ লগ্নের ভিত্তিতে। একটি কুণ্ডলীতে বিচার করলে অনেক বেশি তথ্য পাওয়া যায়।