আপনার লগ্নই বলে দেবে আপনার জীবনসঙ্গী কেমন হবে

আমাদের জীবনসঙ্গী কেমন হতে পারে, তার একটা আভাস আমাদের লগ্ন থেকে পাওয়া যায়। লগ্নের উপর ভিত্তি করে, আসুন দেখি, কী বলে আমাদের কুণ্ডলী

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৭ মে ২০১৯ ০২:২৩
Share:

আমাদের জীবনসঙ্গী কেমন হতে পারে, তার একটা আভাস আমাদের লগ্ন থেকে পাওয়া যায়। লগ্নের উপর ভিত্তি করে, আসুন দেখি, কী বলে আমাদের কুণ্ডলী—

Advertisement

১। মেষ লগ্ন: মেষ লগ্নের জাতক বা জাতিকার জীবনসঙ্গী বেশ সুন্দর এবং শৌখিন হন। বিবাহিত জীবনে প্রেম ভালবাসা বজায় রাখে।

২। বৃষ লগ্ন: বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনসঙ্গী দেখতে খুব সুন্দর না হলেও তাঁরা যে কোনও পরিস্থিতিতে মানিয়ে চলতে পারেন। কর্মজীবনে সফল হয়। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হয়ে থাকে।

Advertisement

৩। মিথুন লগ্ন: এই লগ্নের জীবনসঙ্গী উচ্চশিক্ষিত, হাসি-খুশি, অল্পে সন্তুষ্ট এবং ভাল রান্না করতে জানে।

৪। কর্কট লগ্ন: এই লগ্নের জাতক-জাতিকাদের জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ মনোমালিন্য লেগেই থাকে। এঁদের জীবনসঙ্গীরা কঠোর পরিশ্রমী এবং অল্প কর্কশভাষী হতে পারে।

৫। সিংহ লগ্ন: এঁদের জীবনসঙ্গী সৎ, পরিশ্রমী এবং শৌখিন হন। এঁরা দেখতেও বেশ সুন্দর হন।

৬। কন্যা লগ্ন: এঁদের জীবনসঙ্গী বাড়ি ঘর সাজাতে ও রান্না করতে ভালবাসেন। একটু স্বাস্থ্য ভাল হয়। দাঁত সাধারণের থেকে বড় হতে পারে। পেটের সমস্যা থাকে।

৭। তুলা লগ্ন: এই লগ্নের জীবনসঙ্গীরা বিবাদ ভালবাসে। বিবাহের পর এই লগ্নের জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি হয়।

৮। বৃশ্চিক লগ্ন: এঁদের জীবনসঙ্গীরা বেশ সুন্দর ও সৌখিন হন। এঁরা উচ্চাকাঙ্খী হওয়ায় এঁদের বিবাহিত জীবনে বিবাদ লেগেই থাকে। বাড়ি-গাড়ি ও বিলাসিতা পছন্দ করে।

আরও পড়ুন: ঘরের কোন দেওয়ালে কী রকম ছবি টাঙালে বিপদ হতে পারে

৯। ধনু লগ্ন: এই লগ্নের জাতক-জাতিকাদের জীবনসঙ্গীদের সিদ্ধান্ত গ্রহণের সমস্যা থাকে। জীবনে একাধিক প্রেম আসে। শ্বশুর বাড়ি সংক্রান্ত সমস্যা থাকে।

১০। মকর লগ্ন: শাস্ত্রমতে চাঁদের মতো সুন্দর ও ফর্সা জীবনসঙ্গী হয়। সর্দি-কাশির ধাঁচ হবে। খুব নরম মনের হয় ও দান-ধ্যান করেন।

১১। কুম্ভ লগ্ন: এঁদের জীবনসঙ্গীর নাম ও যশ থাকবে। খুব জোরে কথা বলেন। প্রভাবশালী হতে পারেন। চোখের ও হার্টের সমস্যা হতে পারে।

১২। মীন লগ্ন: এঁদের জীবনসঙ্গী বয়সের তুলনায় দেখে কম বয়সের মনে হয়। ভোজনরসিক ও খুব বুদ্ধিসম্পন্ন হন।

বিশেষ দ্রষ্টব্য- একটি কথা মনে রাখতে হবে এটি একটি সাময়িক অনুমান, সাধারণ লগ্নের ভিত্তিতে। একটি কুণ্ডলীতে বিচার করলে অনেক বেশি তথ্য পাওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement