যে কোন পূজার সময় ঘট স্থাপন করতে হয়। ঘট কোনও দেবী বা দেবতার মূর্তি নয়। ঘট ভগবানের নিরাকার অবস্থার প্রতীক। হিন্দুরা পূজার সময় যেমন ভগবানের সাকার স্বরূপকে পূজা করেন, তেমনই নিরাকার স্বরূপকেও পূজা করেন। তাই ঘট স্থাপন প্রতি পূজায় একান্ত আবশ্যক। ঘট স্থাপন ছাড়া পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। সব পূজায় ঘট লাগে।
এখন জেনে নেওয়া যাক ঘট স্থাপনে কী কী প্রয়োজনীয়:
১। ঘট স্থাপন করতে প্রয়োজন মাটি। গঙ্গা মাটি হলে ভাল। না হলে কোনও পবিত্র পুষ্করিণী বা কোনও নদীর মাটি হলেও চলবে।
২। ধান।
৩। ঘট (মাটি, পিতল, তামার ঘট খূবই ভাল, অভাবে স্টিলের ঘট চলতে পারে)।
৪। জল।
আরও পড়ুন:জন্ম বার অনুসারে কোন দেবতার পুজো করলে বেশি ফল মেলে জানেন?
৫। পল্লব (আম্র পল্লব, প্রশস্ত অভাবে অশ্বত্থ, বট, পাকুর ও যজ্ঞডুমুর পাঁচ বা সাতটি পাতা একত্রে)।
৬। গোটা ফল (সশীষ কচি ডাব প্রশস্ত-অভাবে কাঁঠালী কলা, হরিতকী)।
৭। ফুলের মালা।
৮। সিঁদুর (ঘৃত সিঁদুর বা সরিষার তৈল ও সিঁদুর গোলা)।
৯। নতুন গামছা।
১০। মূর্তিতে পুজো করলে ঘট সম্পূর্ণ আচ্ছাদনের জন্য লাল শালু কাপড়।
১১। চারটি তিরকাঠি ও লাল ধাগা হলে ভাল, না হলেও সমস্যা নেই।
প্রথমে নরম মাটি ভিজিয়ে মাটিতে দিন। ঘটে স্বস্তিক বা পুত্তলিকা সিঁদুর দিয়ে অঙ্কন করে ঘটে জল পূর্ণ করুন। ঘটের মুখে পল্লব দিন, পল্লবের প্রতিটি পাতায় সিঁদুরের ফোঁটা দিন। পল্লবের উপরে ফল বসান, ফলে পুত্তলিকা অথবা পাঁচটি সিঁদুরের ফোটা দিন। এ বার গামছা দিয়ে ফল ঢেকে দিন। মালা দিন ঘটে। এ বার ঘট সেই মাটির ওপর অল্প ধান দূর্বা দিয়ে তার ওপর দেবতার সামনে বসান।