সম্পত্তি চার গুণ বৃদ্ধি করতে ঘরের ‘কোণ’ কতটা সাহায্য করে জানেন?

পরিশ্রমেই অর্থ বৃদ্ধি পায়। তাই অর্থ বৃদ্ধি করতে সবথেকে প্রয়োজন পরিশ্রম। তবে শুধু অর্থ নয়, যাবতীয় সব সমস্যা কাটিয়ে উঠতে ঘরের কোণে একবার নজর দেওয়া প্রয়োজন। ঘরের কোণেই লুকিয়ে আছে গৃহ সুখের চাবিকাঠি।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ ০০:০৫
Share:

বিষয় সম্পত্তি বৃদ্ধি করার স্বপ্ন কে না দেখেন! কিন্তু সব কিছুর আগে মনে রাখতে হবে, পরিশ্রমেই অর্থ বৃদ্ধি পায়। তাই অর্থ বৃদ্ধি করতে সবথেকে প্রয়োজন পরিশ্রম। তবে শুধু অর্থ নয়, যাবতীয় সব সমস্যা কাটিয়ে উঠতে ঘরের কোণে একবার নজর দেওয়া প্রয়োজন। ঘরের কোণেই লুকিয়ে আছে গৃহ সুখের চাবিকাঠি। দেখে নেওয়া যাক ঘরের কোণ ঠিক কী ভাবে রাখলে সম্পত্তি বৃদ্ধি পায়।

Advertisement

ঘরের কোণে রূপোর হাতি:

যখন ঘর সাজানো হয়, তখন অবশ্যই মনে রাখতে হবে ঘরের কোণ-এ ছোট বা বড় যে কোনও মাপের একটা রূপোর হাতি রাখতেই হবে। জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয় রূপোর হাতি ঘরের কোণে রাখলে গৃহকর্তার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে।

Advertisement

আরও পড়ুন: অর্থের লাভদায়ক ফল পেতে সপ্তাহের কোন দিন কোন কাজ করবেন

ঘরের কোণে ধাতব জিনিস:

জ্যোতিষশাস্ত্র মতে ঘরের কোণে যদি কোনও ধাতব জিনিস বা ঠাকুরের মূর্তি রাখা হয়, তা হলে অর্থ বৃদ্ধি পায়। তা ছাড়া ধাতব বাতিদান, প্রদীপ ইত্যাদি জিনিস রাখলে অর্থ বৃদ্ধি হবেই।

ঘরের কোণে প্রদীপ:

যদি প্রতিদিন ঘরের কোণে প্রদীপ জ্বালানো হয়, তা হলে ভীষণ ভাল ফল পাওয়া যায়। ঘরের কোণে প্রদীপ জ্বাললে সম্পত্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ির নানা রকম উন্নতিও হয়ে থাকে।

রান্নাঘরের কোণে নুন:

রান্নাঘরের কোণে একটা কৌটোয় নুন রাখতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, কৌটোর ঢাকনা যেন খোলা না থাকে। যদি ঢাকনা খোলা থাকে, তা হলে নুন নেগেটিভ শক্তি আকর্ষণ করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement