শম্ভু এবং নিশম্ভুর অত্যাচারে পৃথিবী তখন ত্রস্ত। ভয়ঙ্কর দুই অসুরের অত্যাচারে দেবতারাও ভয়ে স্বর্গ ত্যাগ করেন। অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে দেবরাজ ইন্দ্র দেবী পার্বতীর শরণাপন্ন হন। দেবী পার্বতী শম্ভু নিশম্ভু নিধনের জন্য নিজ শরীরের কোষ থেকে অন্য এক ভয়ঙ্করী দেবী সৃষ্টি করেন যা দেবী কালীর আদি রূপ।
আগামী ৪ নভেম্বর বৃহস্পতিবার শ্রী শ্রী কালীপূজা, শ্রী শ্রী তারাদেবীর আবির্ভাব, শ্রী শ্রী মহালক্ষ্মী ও শ্রী শ্রী অলক্ষ্মী পূজা।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–
অমাবস্যা তিথি আরম্ভ–
বাংলা– ১৮ কার্তিক, বৃহস্পতিবার।
ইংরেজি– ৪ নভেম্বর, বৃহস্পতিবার।
সময়– সকাল ৬টা ০৫ মিনিট।
অমাবস্যা তিথি শেষ–
বাংলা- ১৮ কার্তিক, বৃহস্পতিবার।
ইংরেজি– ৪ নভেম্বর, বৃহস্পতিবার।
সময়– রাত ০২টো ৪৫ মিনিট।
নিশিকালে রাত ১০টা ৫৬ মিনিট গতে ১১টা ৪৪ মিনিট মধ্যে শ্রী শ্রী শ্যামাপূজা। শ্রী শ্রী কালীপূজা, শ্রী শ্রী তারাদেবীর আবির্ভাব, শ্রী শ্রী মহালক্ষ্মী ও শ্রী শ্রী অলক্ষ্মী পূজা।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে–
অমাবস্যা তিথি আরম্ভ–
বাংলা– ১৬ কার্তিক, বুধবার।
ইংরেজি– ৩ নভেম্বর, বুধবার।
সময়– রাত শেষ ৫টা ২১ মিনিট ১৩ সেকেন্ড।
অমাবস্যা তিথি শেষ–
বাংলা– ১৭ কার্তিক, বৃহস্পতিবার।
ইংরেজি– ৪ নভেম্বর, বৃহস্পতিবার।
সময়– রাত শেষ ৩টে ২২ মিনিট ১০ সেকেন্ড।
১৭ কার্তিক, ৪ নভেম্বর, বৃহস্পতিবার, অমাবস্যার নিশি পালন ও ব্রতোপবাস। শ্রী শ্রী লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা, শ্রী শ্রী শ্যামাপূজা ও তারাদেবীর আবির্ভাব।