২০২০ সালের জুন মাস একটি গুরুত্বপূর্ণ মাস। গুরুত্বপূর্ণ বলার কারণ জুন মাসে শনি, বৃহস্পতি, শুক্র ও বুধ এই চারটি গ্রহ বক্রগতি প্রাপ্ত হবে। রাহু কেতু সর্বদাই বক্রী। অর্থাৎ ছয়টি গ্রহই বক্রী। এটি জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ গ্রহ অবস্থান বলা যেতে পারে।
সূর্য (রবি) বৃষ রাশিতে ১৪ জুন পর্যন্ত অবস্থান করবে। ১৫ জুন থেকে মিথুন রাশিতে। মঙ্গল ১৯ জুন রাশি পরিবর্তন করে মীন রাশিতে অবস্থান করবে।
শনি মকর রাশিতে অবস্থান করছে। গত ১১ মে (৭ ডিগ্রি ৪৯ মিনিট) বক্র গমন শুরু হয়েছে। চলবে আগামী ২৮ সেপ্টেম্বর (১ ডিগ্রি ১২ মিনিট) পর্যন্ত।
বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে। গত ১৪ মে (৩ ডিগ্রি ৬ মিনিট) বক্র গমন শুরু হয়েছে। চলবে ১২ সেপ্টেম্বর (ধনু রাশিতে ২৩ ডিগ্রি ১৬ মিনিট) পর্যন্ত। ১ জুলাই রাশি পরিবর্তন করে ধনু রাশিতে অবস্থান করবে।
আরও পড়ুন: বক্রী গ্রহ কি সত্যিই আতঙ্কের কারণ?
শুক্র বৃষ রাশিতে অবস্থান করছে। গত ১৩ মে (২৭ ডিগ্রি ৪২ মিনিট) বক্র গমন শুরু হয়েছে। চলবে ২৪ জুন (১১ ডিগ্রি ১৪ মিনিট) পর্যন্ত।
বুধ মিথুন রাশিতে অবস্থান করছে। বুধের বক্র গমন শুরু ১৮ জুন (২০ ডিগ্রি ৩৭ মিনিট)। চলবে জুলাই মাসের ১১ তারিখ (১১ ডিগ্রি ২৬ মিনিট) পর্যন্ত।
রাহু এবং কেতু সর্বদা বক্র গমন করে। বর্তমানে রাহু মিথুনে এবং কেতু ধনু রাশিতে অবস্থান করছে।
ফলাফলের কথা বলতে গেলে বলতে হয়, কোনও গ্রহ বক্রী হওয়ার কারণে শুধু সুফল বা শুধু কুফল দান করে তা কিন্তু নয়। শুভ এবং অশুভ উভয় ফলই দান করে জন্মকুণ্ডলী বিশেষে। ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান, কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, গ্রহের দৃষ্টি, গোচরে গ্রহের অবস্থান, গোচরকালে কোনও গ্রহের সঙ্গে শুভ বা অশুভ যোগ সৃষ্টি হয়েছে কি না তার ওপর নির্ভর করে শুভ বা অশুভ ফলাফল।