—প্রতীকী ছবি।
আমরা আমাদের জীবনের সমস্যা কাটিয়ে উঠতে নানা প্রকার প্রক্রিয়া অবলম্বন করি। কিছু প্রক্রিয়ার ফল খুব দ্রুত পাওয়া যায় আবার কিছু প্রক্রিয়ার ফল হয় ধীরে ধীরে। আবার অনেক সময়, কোনও প্রক্রিয়া অতি সাধারণ বলেও মনে হয়। কিন্তু যদি প্রক্রিয়াগুলি সঠিক নিয়ম এবং ধৈর্যের সঙ্গে করা হয়, তা হলে অবশ্যই ফল পাওয়া যায়। পুজো-পার্বণ বা টোটকার মাধ্যমে অবশ্যই জীবনের ছোটখাটো সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। টোটকা যেমনই হোক, তার প্রভাব ধীর গতিতে হলেও আমাদের জীবনে কাজ করে চলে।
দেখে নেওয়া যাক, সকালে দরজা খোলার পর জল দিয়ে কী করতে হবে।
আমার সকলেই জানি যে শাস্ত্র মতে তামার পাত্র অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে কোনও পুজো পার্বণে এই তামার পাত্র ব্যবহার করা হয়। যদি তামার পাত্রে জল রেখে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দেওয়া হয় তা হলে তা বাড়ির তথা বাড়ির আশেপাশের পরিবেশের জন্য অত্যন্ত মঙ্গল জনক বলে মনে করা হয়। তবে এই কাজটি একটু ভোরের দিকে করলে ফল দ্রুত পাওয়া যায়।
এই নিয়ম করলে কি ফল পাওয়া যায়
১। বাড়িতে যদি কোনও প্রকার বাস্তু দোষ থেকে থাকে, তা হলে তা খুব দ্রুত কেটে যায়।
২। এই নিয়ম করলে বাড়িতে আর্থিক উন্নতি হয় চোখে পড়ার মতো।
৩। পরিবারের সকলের শারীরিক উন্নতি ঘটে। সে সব বাড়িতে চট করে কেউ অসুস্থ্য হয়ে পরে না।
৪। সন্তানদের লেখাপড়ায় উন্নতি দেখা যায়।
৫। পরিবারের সুখ শান্তি বজায় থাকে। পরিবারের সকলে আনন্দে জীবন যাপন করতে সক্ষম হয়।