রাশি অনুযায়ী শরীর‌-‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌স্বাস্থ্যের জন্য রুদ্রাক্ষ ধারণ করুন

শরীর-স্বাস্থ্য কেমন যাবে, তা নিয়ে আমরা সকলেই কম-বেশি চিন্তিত থাকি। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জন্মছকে গ্রহদের অবস্থানের ভিত্তিতে সমস্যা কম-বেশি হতে পারে। শরীর-স্বাস্থ্য নিয়ে সমস্যা যেমন আছে, তেমনই জ্যোতিষ শাস্ত্রমতে সমস্যা সমাধানের উপায়ও আছে। তবে জেনে রাখা উচিত যে, শরীর-স্বাস্থ্যের ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রের ভূমিকা সবচেয়ে বেশি, তারপর জ্যোতিষ শাস্ত্রের স্থান।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৫
Share:

শরীর-স্বাস্থ্য কেমন যাবে, তা নিয়ে আমরা সকলেই কম-বেশি চিন্তিত থাকি। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জন্মছকে গ্রহদের অবস্থানের ভিত্তিতে সমস্যা কম-বেশি হতে পারে। শরীর-স্বাস্থ্য নিয়ে সমস্যা যেমন আছে, তেমনই জ্যোতিষ শাস্ত্রমতে সমস্যা সমাধানের উপায়ও আছে। তবে জেনে রাখা উচিত যে, শরীর-স্বাস্থ্যের ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রের ভূমিকা সবচেয়ে বেশি, তারপর জ্যোতিষ শাস্ত্রের স্থান। এ ক্ষেত্রে জ্যোতিষ প্রতিকার নিশ্চয়ই কাজ করবে, কিন্তু তার সঙ্গে অবশ্যই উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

Advertisement

আসুন জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী গ্রহদের অবস্থানের ভিত্তিতে যদি শরীর-স্বাস্থ্যের অবনতি বা কোনও প্রকার সমস্যা দেখা দেয়, তখন আপনার রাশি অনুসারে কতমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত হবে—

মেষ রাশি:

Advertisement

মেষ রাশির জাতকেরা শরীর-স্বাস্থ্যের জন্য অবশ্যই জাগ্রত করা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন।

বৃষ রাশি:

বৃষ রাশির জাতকেরা শরীর-স্বাস্থ্যের জন্য অবশ্যই জাগ্রত করা ছ’মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। পরিস্থিতি জটিল হলে অবশ্যই জাগ্রত করা তেরোমুখী রুদ্রাক্ষ ধারণ করুন।

মিথুন রাশি:

মিথুন রাশির জাতকেরা শরীর-স্বাস্থ্যের জন্য অবশ্যই জাগ্রত করা চারমুখী রুদ্রাক্ষ এবং গণেশ রুদ্রাক্ষ একসঙ্গে ধারণ করুন।

কর্কট রাশি:

কর্কট রাশির জাতকেরা শরীর-স্বাস্থ্যের জন্য অবশ্যই জাগ্রত করা দু’মুখী রুদ্রাক্ষ ধারণ করুন।

সিংহ রাশি:

সিংহ রাশির জাতকেরা শরীর-স্বাস্থ্যের জন্য অবশ্যই জাগ্রত করা একমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। পরিস্থিতি জটিল হলে অবশ্যই জাগ্রত করা বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করুন।

কন্যা রাশি:

কন্যা রাশির জাতকেরা শরীর-স্বাস্থ্যের জন্য অবশ্যই জাগ্রত করা চারমুখী রুদ্রাক্ষ এবং গণেশ রুদ্রাক্ষ একসঙ্গে ধারণ করুন।

আরও পড়ুন: ২০২০ সালে কর্ম ভাগ্য কেমন থাকবে এবং কোন রাশির কর্ম নিয়ে থাকবে সংশয়

তুলা রাশি:

তুলা রাশির জাতকেরা শরীর-স্বাস্থ্যের জন্য অবশ্যই জাগ্রত করা ছ’মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। তবে পরিস্থিতি জটিল হলে অবশ্যই জাগ্রত করা তেরোমুখী রুদ্রাক্ষ ধারণ করুন।

বৃশ্চিক রাশি:

বৃশ্চিক রাশির জাতকেরা শরীর-স্বাস্থ্যের জন্য অবশ্যই জাগ্রত করা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন।

ধনু রাশি:

ধনু রাশির জাতকদের শরীর-স্বাস্থ্যের জন্য অবশ্যই জাগ্রত করা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। তবে পরিস্থিতি বেশি খারাপ হলে অবশ্যই জাগ্রত করা দশমুখী রুদ্রাক্ষ ধারণ করুন।

মকর রাশি:

মকর রাশির জাতকেরা শরীর-স্বাস্থ্যের জন্য অবশ্যই জাগ্রত করা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন।

কুম্ভ রাশি:

কুম্ভ রাশির জাতকদের শরীর-স্বাস্থ্যের জন্য অবশ্যই জাগ্রত করা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে।

মীন রাশি:

মীন রাশির জাতকেরা শরীর-স্বাস্থ্যের জন্য অবশ্যই জাগ্রত করা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। তবে পরিস্থিতি বেশি খারাপ হলে অবশ্যই জাগ্রত করা দশমুখী রুদ্রাক্ষ ধারণ করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement