বিবাহিত জীবনে সুখি হবেন না অসুখি ? বলা যায় এ ভাবে

জন্মকুণ্ডলীর পর নবাংশ কুণ্ডলীর বা D9 ছক যে সব উদ্দেশ্যে বেশি ব্যবহৃত হয়ে থাকে তার অন্যতম বিবাহ সংক্রান্ত ব্যাপার। পাত্রপাত্রী নির্বাচন, দাম্পত্য সুখ ও দাম্পত্য জীবন কেমন যাবে এই সব বিচারে নবাংশ চক্র মুখ্য ভূমিকা পালন করে।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৯ ০০:০০
Share:

জন্মকুণ্ডলীর পর নবাংশ কুণ্ডলীর বা D9 ছক যে সব উদ্দেশ্যে বেশি ব্যবহৃত হয়ে থাকে তার অন্যতম বিবাহ সংক্রান্ত ব্যাপার। পাত্রপাত্রী নির্বাচন, দাম্পত্য সুখ ও দাম্পত্য জীবন কেমন যাবে এই সব বিচারে নবাংশ চক্র মুখ্য ভূমিকা পালন করে। যাকে বিয়ে করব তার নবাংশ কুণ্ডলী থেকে তার স্বভাবচরিত্র, বিবাহিত জীবনে দাম্পত্য-সহ বিভিন্ন সুখের হদিশ পাওয়া যায়। শুধু তাই নয়, নিজের নবাংশ কুণ্ডলীর ভিতরেই ধরা আছে বিবাহিত জীবনের যাবতীয় হদিশ।

Advertisement

নবাংশ চক্রের ১২টি ভাব থেকে কী ভাবে বিবাহ বিচার হয়ে থাকে তা নীচে বিশ্লেষণ করা হল:

১) নবাংশে প্রথম ভাব বা লগ্ন ভাব: নবাংশের লগ্ন ভাবে যদি শুভগ্রহ অবস্থান করে বা দৃষ্টি দেয় এবং লগ্ন ভাব যদি বলশালী হয় বা বেশি সংখ্যক শুভগ্রহের দৃষ্টি পায়, ততই বিবাহিত জীবন হবে সব দিক থেকে সুখের ও মধুর।

Advertisement

২) নবাংশে দ্বিতীয় ভাব: দ্বিতীয় ভাব থেকে পাত্রপাত্রীর বা জীবনসঙ্গীর আয়ু বিচার হয়ে থাকে। সেই সঙ্গে জীবনসঙ্গীর আর্থিক সঙ্গতি ও সম্পদের বিচার, গলার স্বর কেমন হবে, এই সব বিচার হয়ে থাকে। এখানে শুভ গ্রহ অবস্থান করলে স্বামী/স্ত্রীর আয়ু দীর্ঘ হয়, তাঁরা বেশি দিন বাঁচেন। অশুভ গ্রহ অবস্থান করলে গলার স্বর কর্কশ হয়ে থাকে এবং মুখশ্রী সুন্দর হয় না।

৩) নবাংশে তৃতীয় ভাব: এখানে যত বেশি শুভ গ্রহ থাকে ততই দাম্পত্য জীবন খুব সাবলীল ভাবে চলতে থাকে। দাম্পত্য সুখের সঙ্গে সামাজিক সুখ ও যোগাযোগ ব্যাপক হারে বৃদ্ধি পায়। প্রচুর আনন্দভ্রমণ যোগ দাম্পত্য জীবনে ঘটে থাকে। শনির মতো গ্রহ থাকলে যা হয় অল্প হয়।

৪) নবাংশে চতুর্থ ভাব: চতুর্থ ভাব গৃহসুখ বোঝায়। যত বেশি শুভ গ্রহের প্রভাব এখানে পড়বে ততই ঘরবাড়ি, জমিজমা, পুকুর, জলকর, সম্পত্তি থাকা নিয়ে যে সব সুখ আসে তার পুরোটাই উপভোগ করা যায়। অশুভ গ্রহ বা নানা কুপিত গ্রহের প্রভাব থাকলে বাধা, ঝগড়াঝাটি, কষ্টের মধ্য দিয়ে অসম্পূর্ণ সুখ লাভ হয়ে থাকে।

৫) নবাংশে পঞ্চম ভাব: এই ভাবে বিভিন্ন গ্রহের অবস্থানের উপর জীবনসঙ্গীর হৃদয়ের অভিপ্সা কেমন তা জানা যায়, মনের গড়ন ও অবচেতন মনের ছবি ধরা যায়। সত্যিকারের মানুষের সঙ্গে বিয়ে হয়েছে না মানুষরূপে অমানুষের সঙ্গে বিয়ে হয়েছে তার স্বরূপ জানা যায়।

আরও পড়ুন: এই সব বাস্তুদোষ আপনার বাড়িতে থাকলে টেনশন কখনও পিছু ছাড়বে না

৬) নবাংশে ষষ্ঠ ভাব: নবাংশে ষষ্ঠ ভাবে নৈর্সগিক অশুভ গ্রহের অবস্থান সেই সঙ্গে সপ্তম ভাবের সঙ্গে কোনও সংযোগ ঘটলে বিবাহিত জীবনে ফাটল ধরবে। এই ভাব কতটা কুপিত তার সপ্তম কতটা জড়িত তার উপর নির্ভর করে বলা যায়, বিবাহের প্রথম দিন থেকেই দ্বন্দ্ব কতটা জোরালো হবে। ঝগড়াঝাটি হলে কোন দিকে গড়াবে। ডিভোর্স হবে কি না?

৭) নবাংশে সপ্তম ভাব: এই ভাব কোন রাশি বা এই ভাবে কোন গ্রহ অবস্থান করছে তার উপর নির্ভর স্বামী-স্ত্রীর দাম্পত্য চরিত্র কী রূপ নেবে। যাকে স্বামী বলে জেনে বিয়ে করেছিলাম সে কতটা স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করেছে তা এই সপ্তম ভাব থেকে জানান দেবে। একই ভাবে, যাকে স্ত্রী ভেবে বিয়ে করেছি সে কতটা স্ত্রী হওয়ার উপযুক্ত তা এই ভাব অধ্যয়ন করলে ধরা যাবে।

৮) নবাংশে অষ্টম ভাব: এই ভাব থেকে বিবাহিত আকস্মিকতা কী আছে তা বোঝা যাবে। বোঝা যাবে জীবনসঙ্গীর অবচেতন ভাব, বিবাহিত জীবনে স্থায়িত্ব। জানা যাবে যৌন সক্ষমতা, সেই সঙ্গে অক্ষমতা। সবটাই নির্ভর করছে কেমন গ্রহ এই ভাবকে প্রভাবিত করছে তার উপর।

৯) নবাংশে নবম ভাব: এই ভাব থেকে বিবাহের পর ভাগ্য কেমন যাবে নির্দেশনা। বিবাহ একটা বিশ্বাস, তার দিকনির্দেশ করে এই ভাব। অশুভ গ্রহ অবস্থান করলে সেই বিশ্বাসটাই নষ্ট হয়ে যায়। অশুভ গ্রহ থেকে জানা যায়, বিবাহের পর দাম্পত্য সুখ যে মসৃণ হবে না তার ইঙ্গিত।

১০) নবাংশে দশম ভাব: দশম ভাবে যদি শুভ গ্রহ থাকে, তা হলে দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রী যে যার কর্তব্য মুখ বুঝে পালন করে যাবে কোনও ইতস্তত ভাব মনের মধ্যে না রেখে। স্বার্থত্যাগী ও আত্মত্যাগী জীবনসঙ্গী হবে। অশুভ গ্রহ অবস্থান করলে স্বামী বা স্ত্রীর মধ্যে দাম্পত্য কর্তব্য পালনে অনীহা থাকবে, লুকোচুরি দেখা যাবে।

১১) নবাংশে একাদশ ভাব: এই ভাবে যে গ্রহই থাকুক না কেন দাম্পত্যজীবনে আশাআকাঙ্খা পূরণে মুখ্য ভূমিকা নেবে। এই ভাব বিবাহিত জীবনে যে আশা-আকাঙ্খা নিয়ে বিয়ে হয়েছিল তা পূরণ হবে কি না তা বলবে। আকাঙ্খা পূরণ কতটা হবে আর কতটা হবে না তার বিচার এখান থেকে হবে।

১২) নবাংশে দ্বাদশ ভাব: বিবাহিত ১২শ ভাবে মোটামুটি শুভ-অশুভ গ্রহ মিলিয়ে থাকলে যে সব ঐহিক সুখ পাওয়ার কথা, যেমন, বিছানা সুখ, যেমন গদিযুক্ত খাট, ঘর সাজানোর উপকরণ, রান্নার সরঞ্জাম, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, মিউজিক সিস্টেম, ফেংশ্যুই বা বাস্তু মতে পরিপাটি ঘর ইত্যাদি পাওয়া যায়। এখানে রাহু, শুক্র, ভালই ফল দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement