বাস্তুশাস্ত্র অনুযায়ী হোটেল ও রেস্তোঁরা কেমন ভাবে বানাবেন?

বাস্তুশাস্ত্র মতে হোটেল ও রেস্তোঁরা পুরোপুরি হয়ত সম্ভব হয় না। তবে তা পারলে শুভ হয়। যতটা সম্ভব নিয়ম মেনে চললে হোটেলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটতে পারে। অবশ্য শ্রীবৃদ্ধির ব্যাপারে মালিকের রাশিচক্র ও দশান্তর্দশা বিচার করাও প্রয়োজন।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

বাস্তুশাস্ত্র মতে হোটেল ও রেস্তোঁরা পুরোপুরি হয়ত সম্ভব হয় না। তবে তা পারলে শুভ হয়। যতটা সম্ভব নিয়ম মেনে চললে হোটেলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটতে পারে। অবশ্য শ্রীবৃদ্ধির ব্যাপারে মালিকের রাশিচক্র ও দশান্তর্দশা বিচার করাও প্রয়োজন।

Advertisement

এখন দেখে নেওয়া যাক হোটেল ও রেস্তোঁরা নির্মাণের কিছু মূল্যবান সূত্রাবলী-

১। যে জায়গায় হোটেল হবে সেই ক্ষেত্রটি যদি আয়তাকার হয় তবে উত্তম। ৩৬০ ডিগ্রির মধ্যে প্রতিটি কোণই যদি ৯০ ডিগ্রি করে থাকে তা হলে খুবই শুভ ক্ষেত্র। বাস্তুশাস্ত্রমতে এই সব জমিতে গৃহ তৈরি করলে সর্বদিক থেকে শুভ হবে।

Advertisement

২। যে ভূমির পশ্চিম ও দক্ষিণ দিক উঁচু তা বিশেষ শুভ হয়ে থাকে।

৩। হোটেলের প্রবেশদ্বার দক্ষিণ বা পূর্ব দিকে হলে ভাল।

৪। হোটেলের ঘরগুলি পূর্ব বা দক্ষিণমুখী হলে উত্তম।

৫। সভাকক্ষ হবে দক্ষিণ দিকে। হোটেলের ব্রহ্মস্থানে যেন কখনওই সভাকক্ষ না থাকে।

আরও পড়ুন: বৃষ লগ্নের ক্ষেত্রে গৃহ সুখ কখন কেমন হয়

৬। হোটেলের খাবার জায়গা বা ভোজনগৃহ হোটেলের পশ্চিম দিকে তৈরি করতে পারলে বাস্তুমতে ভাল।

৭। হোটেলের ভূমির তলায় যে গৃহ হবে সেটা কখনই দক্ষিণ দিকে থাকা উচিত নয়। বরং উত্তর দিকে হলে বিশেষ শুভ হয়।

৮। হোটেলের অভ্যর্থনার ঘর উত্তর-পূর্ব দিকে হোটেলে ঢোকবার মুখে রাখতে পারলে বাস্তুমতে ভাল।

৯। হোটেল যদি বড় আকারের হয় যেখানে সুইমিং পুল ইত্যাদি থাকে সেটা দক্ষিণ দিকে হলে ভাল হয় না। তা সর্বদাই উত্তর, পূর্ব বা ঈশাণ কোণে নির্মাণ করতে পারলে উত্তম, এই ব্যাপার সন্দেহ নেই।

১০। হোটেলের জল সরবরাহের ব্যবস্থা উত্তর বা পূর্ব দিকে থাকলে ভাল।

১১। হোটেলে হেলথ ক্লাব, বিউটি পার্লার থাকলে বাস্তু অনুযায়ী তা হোটেলের পূর্ব দিকে রাখতে পারলে ভাল।

১২। হোটেলের এয়ার কন্ডিশনার আগ্নেয় কোণে বসাতে পারলে ভাল।

১৩। বাস্তুমতে হোটেলের বার-রেস্টুরেন্ট, মিউজিক রুম ইত্যাদি হোটেলের উত্তর-পশ্চিম দিকে রাখতে পারলে ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement