(৭) তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২৩): রবির এই অবস্থানের জন্য জাতক/জাতিকা যদি অপরাধে যুক্ত থাকে, তবে তা বেশির ভাগ ক্ষেত্রেই হয় অর্থ সংক্রান্ত অথবা মাদক সংক্রান্ত। অর্থের পর দ্বিতীয় যে জায়গাটাকে এরা ক্রাইমের জন্য বেছে নেয়, সেটি হল মাদক পাচার। তবে সব ক্ষেত্রেই এরা সংগঠিত অপরাধ করে, একা কিছু করে না।
(৮) মীন (ফেব্রুয়ারি ১৯-মার্চ ২০): সাধারণত মীন অপরাধের রাশি নয়। এদের মাথা হঠাত্ হঠাত্ গরম হয়ে যায়। তবে এরাই আবার কখনও সিরিয়াল কিলার হয়ে ওঠে। তবে অপরাধ না করলেও এরা মাদকাসক্তও হয়ে উঠতে পারে।
(৯) বৃশ্চিক (অক্টোবর ২৪-নভেম্বর ২২): বৃশ্চিকের বাইরের মন দিয়ে তার অবচেতন মনের খবর পাওয়া বেশ কঠিন। এরা গুপ্তঘাতকও হতে পারে। এরা প্রবল ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক। এরা যদি বোঝে পরিস্থিতি অনুকূল নয়, তখন এরা যা খুশি তাই করতে পারে। এরা ভয়ানক প্রতিশোধপরায়ণ। অনেক গুপ্ত খুন এদের হাতে হয়েছে। তাই এদের সঙ্গে বন্ধুত্ব করতে গেল খুব ভেবে করতে হবে।
আরও পড়ুন: রবির অবস্থান অনুসারে আপনি কতটা বিপজ্জনক (প্রথম অংশ)
(১০) সিংহ (জুলাই ২৩-অগস্ট ২২): সিংহ অন্যায় বা ক্রাইমের রাশি নয়। এরা অপরাধের সঙ্গে যুক্ত থাকে বিখ্যাত হওয়ার জন্য।
(১১) কুম্ভ: স্বাভাবিক অবস্থায় সিংহের মতো কুম্ভও অন্যায় করতে অভ্যস্ত নয়। কুম্ভ মানবিক রাশি, বন্ধুত্বের রাশি। তবে এদের মধ্যে প্রতিশোধ নেওয়ার যথেষ্ট শক্তি রয়েছে। তবে এরা নিজে থেকে কারও ক্ষতি করে না। কুম্ভ ইলেক্ট্রনিক্সের রাশি। পৃথিবীর বেশির ভাগ হ্যাকার কুম্ভ রাশির।
(১২) মিথুন (মে ২১-জুন ২১): মিথুনও ক্রাইমের রাশি নয়। তবে অসংলগ্ন ভাবে এদেরও অপরাধ করতে দেখা যায়। বেশির ভাগ ক্ষেত্রে যে অপরাধের ক্ষেত্রে এরা জড়িয়ে পড়ে, তার প্রায় সবগুলিই কাগজপত্র সংক্রান্ত জালিয়াতি আর খুব ছোটখাটো চুরি। মিথুন হচ্ছে সব থেকে কম বিপজ্জনক রাশি।