কোন পেশায় গেলে মিলবে সুফল? ছবি- প্রতীকী
প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ, সুকর্মের সুফল আর কুকর্মের কুফল। জ্যোতিষশাস্ত্র মতে, শনি কর্ম কারক। শনির সহিত কর্মের সম্পর্ক। শাস্ত্র মতে, শনি ন্যায় বিচারক। অর্থাৎ, কর্ম অনুযায়ী ফল প্রদান করেন শনি। জন্মকালীন শনির অবস্থান কর্ম সম্পর্কিত ধারণা দান করতে পারে। জন্মের সময়ে শনির অবস্থান (কোন রাশিতে অবস্থান করে) বলে দেয়, কোন বিষয়ে আগ্রহ বা সাফল্য প্রাপ্ত হতে পারে। কোন ধরনের পেশা হতে পারে।
জন্মকালীন শনি মেষ রাশিতে অবস্থান করলে ধাতু সংক্রান্ত ব্যবসা বা চাকরি, ইঞ্জিনিয়ারিং শিল্পের সহিত যুক্ত বা ইঞ্জিনিয়ার, সরকারি (কেন্দ্রীয় বা রাজ্য) বা সরকারি সংস্থার সহিত সম্পর্কিত বিষয়ে কর্মে সাফল্য।
জন্মকালে শনি বৃষ রাশিতে অবস্থান করলে কম পরিশ্রমের কর্ম, বিলাসবহুল দ্রব্য সম্পর্কিত চাকরি বা ব্যবসায় সাফল্য।
জন্মকালে শনি মিথুন রাশিতে অবস্থান করলে বুদ্ধির দ্বারা আয়, বাণিজ্যিক লেনদেন, ব্যবসা, দালালি, সামাজিক কাজকর্মে সাফল্য।
জন্মকালে শনি কর্কট রাশিতে অবস্থান করলে ভ্রমণ সংক্রান্ত কর্ম, জল বা তরল সংক্রান্ত ব্যবসা, জাহাজ বা নেভিতে চাকরিতে সাফল্য।
সিংহ রাশিতে শনির অবস্থান হলে সরকার বা সরকারের সহিত সম্পর্কিত চাকরি কিংবা ব্যবসা হবে। ভাল প্রশাসক হিসাবে সাফল্য।
কন্যা রাশিতে শনির অবস্থান হলে ব্যবসায়িক মানসিকতা, ব্যবসা-বাণিজ্যে সফল। হিসাবশাস্ত্র, অঙ্কশাস্ত্রে সাফল্য।
তুলা রাশিতে শনির অবস্থান হলে ব্যাঙ্ক, ব্যাঙ্কের সহিত সম্পর্কিত ব্যবসা বা চাকরি, বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় সাফল্য।
বৃশ্চিক রাশিতে শনির অবস্থান হলে মাইনস, মিনারেলস, ইঞ্জিনিয়ারিং, বৈদ্যুতিক সরঞ্জাম সংক্রান্ত চাকরি বা ব্যবসা।
ধনু রাশিতে শনির অবস্থান হলে বন বিভাগ বা বন, কাঠ সংক্রান্ত বিষয়ে ব্যবসা বা কর্ম, আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ থাকবে বা আধাত্বিক বিষয়ের সহিত সম্পর্কিত পেশায় সাফল্য।
মকর রাশিতে শনির অবস্থান হলে ভ্রমণ সংক্রান্ত খাদ্য এবং জল বা তরল সংক্রান্ত বিষয়ে ব্যবসা বা চাকরি।
কুম্ভ রাশিতে শনির অবস্থাব হলে মনোবিজ্ঞান, প্রশাসক জাতীয় পেশায় সাফল্য।
মীন রাশিতে শনির অবস্থান শিক্ষা, চিকিৎসক ধর্মীয় গুরু ধর্ম যাজক পেশায় সাফল্য।