জেনে নিন বাড়িতে প্যাঁচার ছবি বা মুর্তি রাখার নিয়ম।
আমরা প্রায় সকলেই ধনবান হওয়ার স্বপ্ন দেখি এবং নানা কিছু করতে থাকি যাতে এই স্বপ্ন পূরণ হয়। আমাদের মনের এই ইচ্ছা বা স্বপ্নপূরণের জন্য আমরা সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বিশেষ করে ধনবান হওয়ার ইচ্ছার প্রার্থনা মা লক্ষ্মীর কাছে করি। মনে করা হয় মা লক্ষ্মী যাঁর ওপর সন্তুষ্ট হন তাঁর ওপর আশির্বাদ ও কৃপা প্রদান করেন। আর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হল প্যাঁচা। মা লক্ষ্মী ধন সম্পত্তির দেবী হওয়ার সঙ্গে সঙ্গে রূপেরও দেবী। আর তাঁর বাহন প্যাঁচা।
প্যাঁচার ছবি বা মুর্তি রাখার নিয়ম—
ঘরের যে কোনও জায়গায় প্যাঁচার ছবি বা মূর্তি রাখা যেতে পারে। মূর্তি কাঠ বা অন্যান্য যে কোনও ধাতুর রাখা যেতে পারে। তবে অবশ্যই এই মূর্তি বা ছবিতে প্রতিনিয়ত ধূপ দীপ দেখাতে হবে। এ ছাড়া এটি অত্যন্ত শুদ্ধ আচারে ঘরে রাখতে হবে।
এটি রাখার ফলাফল—
• এটি ঘরে রাখলে খুব দ্রুত ধন সম্পত্তি বৃদ্ধি পায়।
• ঘরে ধন সম্পত্তি দ্বিগুণ বৃদ্ধি করতে মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে প্যাঁচার প্রতি ভক্তি রাখতে হবে।
• এটি ঘরে রাখলে হারানো ধন সম্পত্তিও ফিরে পাওয়ার আশা রাখা যেতে পারে।
• এই মূর্তি যে কোনও শুভ দিনে বা পূর্ণিমা তিথিতে স্থাপন করলে বেশি শুভ ফল লাভ করা যায়।