মিথুন তৃতীয় রাশি। রাশি অধিপতি বুধ স্বক্ষেত্রি (বক্র গতি)। রবি এই আষাঢ় মাসে অবস্থান করছে মিথুন রাশিতে। এ ছাড়াও মিথুন রাশিতে অবস্থান করছে রাহু। চন্দ্রের মিথুন থেকে পরিবর্তন ২৩ জুন। সপ্তমে অবস্থান করছে কেতু। অষ্টমে অবস্থান করছে শনি (বক্রী) এবং বৃহস্পতি (বক্রী)। মাসের মধ্য সময় (১ জুলাই থেকে) বৃহস্পতি সপ্তমে অর্থাৎ ধনু রাশিতে কেতুর সঙ্গে অবস্থান করবে। মঙ্গল অবস্থান করছে দশমে। শুক্র অবস্থান করছে দ্বাদশে (বক্র গতি), আগামী ২৫ জুন থেকে সম্মুখাভিমুখ গতি।
রবি বুধ, রবি রাহু, রাহু বুধ, কেতু বৃহস্পতির অবস্থান একাধিক শুভ যোগ এবং অশুভ দোষ সৃষ্টির কারণ। গ্রহদের দৃষ্টি বিশ্লেষণ মিশ্র ফল প্রকাশ করে।
গ্রহের অবস্থা পরিবর্তনের সঙ্গে তাদের প্রভাবেরও পরিবর্তন লক্ষ্য করা যায়। আষাঢ় মাসে মিথুন রাশি বা লগ্নে যাঁদের জন্ম, তাঁদের শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত। মাথাব্যথা, চোখের সমস্যা, পেটের সমস্যা এবং রক্তচাপ বৃদ্ধির আশঙ্কা প্রবল। মানসিক চাপ বৃদ্ধির কারণে অল্পেই উদ্বিগ্নতা বা রাগ হতে পারে।
আরও পড়ুন: আষাঢ় মাসে জন্মানো ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট কেমন হয়
কার্য ক্ষেত্র শুভ। ভুল বা হঠকারী সিদ্ধান্তের আশঙ্কা আছে। যে কোনও সিদ্ধান্তের ক্ষেত্রে ভাল করে ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রেম প্রীতির ব্যাপারে এই রাশি অন্য রাশির থেকে একটু বেশিই আগ্রহী এবং আবেগপ্রবণ বলা যায়। প্রেমের ব্যাপারে শুভ অবস্থান থাকলেও মানসিক চাপ ও হঠকারিতা সম্পর্কের তিক্ততার কারণ হতে পারে। সাবধানতা অবলম্বন জরুরি। বিলাসবহুল দ্রব্য ক্রয়ে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থানের কারণে ফলাফলের পরিবর্তন হতে পারে। রোজ সূর্য প্রণাম এই মাসে শুভ ফল দিতে পারে।