১৪২৭ নববর্ষ: নতুন বছর কেমন যাবে কন্যা রাশির? জেনে নিন

যে কোনও মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সার্বিক গ্রহাবস্থানের ওপর নির্ভর করে সুখ-দুঃখ বা হাসি-কান্না।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২০ ০০:০৫
Share:

যে কোনও মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সার্বিক গ্রহাবস্থানের ওপর নির্ভর করে সুখ-দুঃখ বা হাসি-কান্না। মানসিক শান্তি অশান্তি ইত্যাদি বিষয়গুলি শুধুমাত্র রাশিনির্ভর নয়, সামগ্রিক ভাবে গ্রহাবস্থান ভিত্তিক। অর্থাৎ, ফলের হেরফের হওয়াটা স্বাভাবিক। আসুন এক নজরে জেনে নিন, আগামী বাংলার ১৪২৭ সন কেমন যাবে কন্যা রাশির।

Advertisement

১৪২৭ সন এই রাশির ক্ষেত্রে শুভাশুভ মিশ্রিত ফল দেবে। এ বছর গ্রহের অবস্থান অনুযায়ী পারিবারিক অবস্থা ও পরিস্থিতির উন্নতির আশা করা যায়। পারিপার্শ‌্বিক অবস্থারও উন্নতি হতে পারে। যে কোনও সমস্যায় বন্ধুদের সহযোগিতা আশা করা যায়। তবে কোনও কারণে দুর্ঘটনা বা অপবাদের শিকার হওয়ার আশঙ্কা আছে। সতর্ক থাকতে হবে। শারীরিক দিক মধ্যম প্রকার। বাবা-মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। পড়াশোনায় আশানুরূপ ফল লাভে সাময়িক বাধা আসতে পারে। তবে উচ্চশিক্ষার সুযোগ আসবে।

অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা প্রবল। বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকলেও এ বছরে তা মিটে যেতে পারে। ছেলে-মেয়ের উন্নতির সুযোগ আসবে। কর্মের উপযুক্ত সন্তানদের চাকরি লাভ সহ অন্যান্য ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। বর্তমানে এই রাশির জাতক/জাতিকাদের কর্মসূত্রে ভ্রমণের সুযোগ আসবে। তবে অপ্রয়োজনীয় ভ্রমণে যাওয়া উচিত হবে না।

Advertisement

আরও পড়ুন: ১৪২৭ নববর্ষ: নতুন বছর কেমন যাবে সিংহ রাশির? জেনে নিন

বর্তমান বছরে চাকরিরতদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে এসে পদোন্নতি ও আর্থিক উন্নতির সম্ভাবনা যেমন আছে, তেমনই চাকরি ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেওয়ার আশঙ্কাও আছে। এ ছাড়াও বিভিন্ন দিক দিয়ে যথেষ্ট উন্নতির সুযোগ আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সাময়িক বাধা এলেও উন্নতির সুযোগ এসে যেতে পারে। অংশীদারি ব্যবসায় অশান্তির আশঙ্কা। তবে আর্থিক লাভ আশা করা যায়।

এ বছর লটারিতে প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং তাদের সহযোগিতাও বৃদ্ধি পাবে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে পুরনো সমস্যা মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। নতুন সম্পত্তির ক্ষেত্রে ভাল ফলাফল আশা করা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement