জুলাই মাস মেষ রাশির পক্ষে কেমন বলতে গেলে প্রথমেই এই মাসে গ্রহের অবস্থান সম্পর্কে জানা দরকার। মেষ, রাশিচক্রের প্রথম রাশি। মেষ রাশির অধিকর্তা মঙ্গল, অবস্থান করছে দ্বাদশ স্থানে।
দ্বিতীয় স্থানে (বৃষ রাশিতে) অবস্থান করছে শুক্র। তৃতীয় স্থানে (মিথুন রাশিতে) অবস্থান করছে বুধ (বক্রী), রাহু এবং রবি। রবি ১৬ জুলাই রাশি পরিবর্তন করে পরবর্তী রাশি কর্কটে অবস্থান করবে। নবম স্থানে (ধনু রাশিতে) অবস্থান করছে বৃহস্পতি (বক্রী) এবং কেতু। দশম স্থানে (মকর রাশিতে) অবস্থান করছে শনি (বক্রী)। দ্বাদশ স্থানে (মীন রাশিতে) অবস্থান করছে মঙ্গল।
মেষ রাশির পঞ্চম অধিপতি রবি মাসের প্রথম অর্ধে মিথুন রাশিতে বুধ এবং রাহুর সঙ্গে অবস্থান করবে। দ্বিতীয়ার্ধে কর্কট রাশিতে অবস্থান করবে। বৃহস্পতির ধনু রাশিতে গমনের ফলে মেষ রাশির বিদ্যা বা শিক্ষার ক্ষেত্রে বিশেষ শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে। শুভ পরিবর্তন আসবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিশেষত বিজ্ঞান, মনোবিদ্যা, শাস্ত্র শিক্ষা, ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে। প্রেম বা ভালবাসার ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়।
আরও পড়ুন: বক্রী গ্রহ কি সত্যিই আতঙ্কের কারণ?
নবমে বৃহস্পতি এবং কেতুর অবস্থান, আধ্যাত্মিক চেতনা, জীবন দর্শন, আত্মবিশ্বাস এবং মানসিকতার পরিবর্তন করবে।
কর্মের সঙ্গে আয়ের সম্পর্ক আছে। মেষ রাশি ও কর্ম এবং আয় স্থানের একটা সম্পর্ক দেখা যাচ্ছে। কর্ম এবং আয় উভয় স্থানেরই অধিকর্তা শনি, নিজ রাশিতে বক্রী অবস্থান। পরিশ্রমের বিকল্প নেই, কর্মক্ষেত্রে পরিশ্রম সাফল্য আনবে। তবে বড়ো কোনও সিদ্ধান্ত নিতে হলে ভাল করে ভেবে সিদ্ধান্ত নিন।