আমাদের বেশির ভাগেরই পায়ের দিকে খুব একটা বেশি চোখ যায় না। তবে পায়েই লুকিয়ে থাকে মানুষের চরিত্রের বহু কথা। পায়ের পাতা, আঙুল বা গোড়ালি দেখেই তার সম্পর্কে অনেক তথ্য জানতে পারা যায়।
সব আঙুলের মাপ প্রায় সমান
যদি পায়ের প্রত্যেকটা আঙুলের মাপ প্রায় সমান হয়, তা হলে জানতে হবে সেই ব্যক্তির জীবন খুব সরল ভাবেই কেটে যাবে। কোনও বিশেষ জটিল সমস্যা তাঁর জীবনে আসবে না।
গোড়ালির আকৃতি
যদি গোড়ালি খুব কোমল বা মসৃণ হয়, তা হলে জানতে হবে সেই ব্যক্তির জীবন যাপনের পথও হবে খুব মসৃণ। সুনাম, যশ জীবনে খুব দ্রুত পাবেন।
নখের অগ্রভাগ সরু বা লম্বা
যদি নখের অগ্রভাগ সরু বা লম্বা প্রকৃতির হয়, তা হলে জানতে হবে এঁরা দীর্ঘায়ু হন। ভাগ্যের অবস্থান বেশ উচ্চতর হয়।
আরও পড়ুন: খেতে বসে কোন কাজটি করলে মা লক্ষ্মী রুষ্ট হন
বুড়ো আঙুলের চেয়ে অন্যান্য আঙুলে বড় হলে
প্রেমের বিষয়ে এঁদের বেশ বেগ পেতে হয়েছে। প্রেম নিয়ে নানা জটিলতা এঁদের জীবনে এসেছে।
উঁচু নিচু আঙুল
উঁচু নিচু আঙুল বিশিষ্ট মানুষরা অতি চঞ্চল প্রকৃতির হন। এঁরা দীর্ঘ ক্ষণ এক জায়গায় থাকতে পছন্দ করেন না। ভ্রমণের প্রতি এঁদের ঝোঁক থাকে।
আঙুলের মধ্যে ফাঁক কম থাকলে
আঙুলের মধ্যে ফাঁক কম থাকলে, সেই ব্যক্তির জীবনে বহু সঙ্কট থাকবে। এঁদের বেশির ভাগ ক্ষেত্রে লড়াই করে বাঁচতে হয়।
পায়ের তলার ভাঁজ
পায়ের তলার ভাঁজেরও অনেক রকমভেদ থাকে। তবে যাঁদের পায়ের তলার রং একটু লালচে প্রকৃতির হয়, তাঁরা বিশেষ গুণের অধিকারী হন এবং জীবন বেশ সাবলীল ভাবে কাটান।