উদার, পরোপকারী, সৎ এবং ন্যায়পরায়ণ রাশি মীন। অধিকর্তা বৃহস্পতি, অবস্থান দশম (ধনু) রাশিতে। একই সঙ্গে অবস্থান করছে কেতু। তৃতীয় (বৃষ) রাশিতে অবস্থান করছে স্বক্ষেত্রি শুক্র। চতুর্থ (মিথুন) রাশিতে একত্রে অবস্থান করছে বুধ, রাহু এবং রবি (আগামি ১৬ জুলাই পর্যন্ত)। একাদশ (মকর) রাশিতে অবস্থান করছে স্বক্ষেত্রি শনি।
বৃহস্পতির দশম (মকর) রাশিতে অবস্থান এবং দ্বিতীয় রাশির সঙ্গে দৃষ্টি সম্পর্ক শুভ পরিবর্তনের ইঙ্গিত। বিশেষ শুভ, লোহা বা যে কোনও ধাতু, তেল, রাসায়নিক, স্থাবর সম্পত্তি, ব্যাঙ্ক সংক্রান্ত ক্ষেত্রে বিনিয়োগ। চতুর্থ রাশির সঙ্গে ভাগ্য অধিপতি এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক ভূমি এবং গৃহ সুখের ক্ষেত্রে শুভ। যানবাহনের ক্ষেত্র শুভ হলেও বিশেষ সচেতন থাকুন যানবাহন চালানোর সময়। চতুর্থ রাশিতে রাহু রবির অবস্থান গ্রহণ দোষ সৃষ্টি করেছে। তৃতীয় কারও প্ররোচনা বাড়িতে অশান্তির কারণ হতে পারে, সচতেনতা জরুরি। আগামী ১৬ জুলাইয়ের পর পরিবর্তন।
আরও পড়ুন: শত্রু পরাস্ত হবে, প্রতিযোগিতার ক্ষেত্রে শুভ কুম্ভ রাশির
শিক্ষা ক্ষেত্র মধ্যম। মাথা ঠান্ডা এবং পরিশ্রমই শিক্ষা ক্ষেত্রে সফলতা দেবে। উচ্চশিক্ষার ক্ষেত্র শুভ। সন্তান সুখ মিশ্র। বিভিন্ন কাজে সন্তানের আলস্য দেখা দিতে পারে। এমনকি সন্তানের ব্যবহার মানসিক আঘাতের কারণ হতে পারে।
শত্রু ক্ষেত্র মিশ্র। কোনও সরকারি কাজ বিব্রত করতে পারে। আগামী ১৬ জুলাইয়ের পর শুভ পরিবর্তন। প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র মিশ্র। শারীরিক ক্ষেত্র মিশ্র হলেও মাথা ধরা, রক্তচাপ, ক্রোধ সমস্যার কারণ হতে পারে। দাম্পত্য সুখ মধ্যম। উগ্রতা এবং ক্রোধ দাম্পত্য সুখে ব্যাঘাত ঘটাতে পারে। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্র খুব একটা আশানুরূপ বলা যায় না।
ভাগ্য স্থান মধ্যম। কঠোর পরিশ্রম শুভ পরিবর্তন আনতে পারে। কর্মক্ষেত্র শুভ। চাকরিজীবীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শুভ নজরে আসতে পারেন। পদন্নোতি বা আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।