মীন, রাশিচক্রের দ্বাদশ রাশি। রাশি অধিপতি বৃহস্পতি অবস্থান করছে ধনু (দশম) রাশিতে। সহ অবস্থান করছে কেতু। মিথুন (চতুর্থ) রাশিতে একত্রে অবস্থান করছে রাহু এবং শুক্র। কর্কট (পঞ্চম) রাশিতে একত্রে অবস্থান করছে রবি এবং বুধ। মকরে (একাদশ) নিজক্ষেত্রে অবস্থান করছে শনি।
রাশি অধিপতির নিজক্ষেত্রে অবস্থান শুভ। দ্বিতীয় এবং নবম রাশির অধিপতির অবস্থান এবং বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক শুভ। শুভ ফল পারিবারিক ক্ষেত্রে। তবে মাথা গরম থাকার আশঙ্কা আগামী ১৬ অগস্ট পর্যন্ত। স্থাবর সম্পত্তি, সোনা, শিক্ষা সংক্রান্ত বিষয়ে, আর্থিক সংস্থা, ব্যাঙ্ক, বিমা ক্ষেত্রে বিনিয়োগে লাভ। স্বল্প মেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে লাভ আশা করা যায়।
চতুর্থ রাশির অধিপতির পঞ্চম রাশিতে অবস্থান শুভ হলেও শনির সঙ্গে দৃষ্টি সম্পর্ক। মায়ের শরীরের প্রতি বিশেষ নজর রাখা প্রয়োজন। জমি, বাড়ি এবং যানবাহনের ক্ষেত্র শুভ। ১৬ অগস্টের পর অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন: চাকরি, ব্যবসা শুভ হলেও দাম্পত্য অশান্তিতে সমস্যা হবে কুম্ভ রাশির
ষষ্ঠ রাশির অধিপতির পঞ্চম রাশিতে অবস্থান। মাসের মধ্য ভাগ পর্যন্ত (১৬ অগস্ট) শিক্ষার ক্ষেত্র মধ্যম ফল বলা যায়। শুভ উচ্চশিক্ষার ক্ষেত্র। সন্তান সুখ মধ্যম, সন্তানের জেদ বেড়ে যাওয়ার আশঙ্কা।
ষষ্ঠ রাশির অধিপতির অবস্থান অনুযায়ী মাসের প্রথম অর্ধ ১৬ অগস্ট পর্যন্ত মধ্যম হলেও ১৬ অগস্টের পর রোগ এবং প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে শুভ। সপ্তম রাশির অধিপতির অবস্থান শুভ। মধ্যম ফল দাম্পত্য সুখের ক্ষেত্রে। ১৬ অগস্টের পর পরিবর্তন দাম্পত্য ক্ষেত্রে। মাসের প্রথম ভাগে সাংসারিক ক্ষেত্রে উত্তেজনা। প্রেমের ক্ষেত্র শুভ।
নবম রাশির অবস্থান অনুসারে ভাগ্য ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। দশম রাশির অধিপতির স্বক্ষেত্রি অবস্থান কর্মক্ষেত্রে সাফল্য নির্দেশ করে। ব্যবসা বা চাকরি, দুই ক্ষেত্রেই শুভ ফল আশা করা যায়।
একাদশ রাশির অধিপতির নিজক্ষেত্রে অবস্থান শুভ লাভের ইঙ্গিত।