প্রতীকী চিত্র।
মেষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে অবস্থান কেতুর। ক্ষেত্র অধিপতি নিজক্ষেত্রে অবস্থান করার কারণে মাসের প্রথম অর্ধে মধ্যম ফল প্রাপ্ত হলেও পরবর্তী অর্ধে শুক্রের রাশি পরিবর্তনের পর ফলের পরিবর্তন ঘটবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।
বৃষ রাশির দাম্পত্য সুখে ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান। দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক। দাম্পত্য সুখের ক্ষেত্রে খুবই শুভ ফল প্রাপ্ত হবে। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।
মিথুন রাশির দাম্পত্য সুখের অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।
কর্কট রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান হলেও মাসের দ্বিতীয় অর্ধে রবির রাশি পরিবর্তনের পর দৃষ্টি সম্পর্ক স্থাপন হলে দাম্পত্য ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে। মাসের প্রথম অর্ধে শুভ। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্রে।
সিংহ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি নিজক্ষেত্রে, দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে। মাসের দ্বিতীয় অর্ধে ফলের সামান্য পরিবর্তন হলেও শুভই বলা যায়। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।
কন্যা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ শুভ।
তুলা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হলেও বিভ্রান্তিমূলক চিন্তা সমস্যা দেবে। হঠকারী সিদ্ধান্ত থেকে সাবধান। প্রেমপ্রীতির ক্ষেত্র শুভ।
বৃশ্চিক রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধে শুভ ফল প্রাপ্ত হলেও দ্বিতীয় অর্ধ মধ্যম। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।
ধনু রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধের তুলনায় দ্বিতীয় অর্ধ শুভ। প্রেমপ্রীতির ক্ষেত্র শুভ হলেও হঠকারিতা সমস্যার কারণ হতে পারে।
মকর রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ দ্বিতীয় অর্ধের তুলনায় শুভ। প্রেমপ্রীতির ক্ষেত্রেও মাসের প্রথম অর্ধ দ্বিতীয় অর্ধের তুলনায় শুভ।
কুম্ভ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ মধ্যম হলেও পরবর্তী অর্ধ শুভ বলা যায় না। প্রেমপ্রীতির ক্ষেত্রে মাসের প্রথম অর্ধের তুলানায় দ্বিতীয় অর্ধ শুভ।
মীন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র শুভ। প্রেমপ্রীতির ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ অধিক শুভ।