সিংহ, রাশি চক্রের পঞ্চম রাশি। রাশি অধিপতি রবি মাসের প্রথমার্ধে ১৬ অগস্ট পর্যন্ত কর্কট (দ্বাদশ) রাশিতে বুধের সঙ্গে একত্রে অবস্থান। ১৭ অগস্ট থেকে পরবর্তী সিংহ রাশিতেও বুধের সঙ্গে সহ অবস্থান। ধনু (পঞ্চম) রাশিতে একত্রে অবস্থান কেতু এবং স্বক্ষেত্রি বৃহস্পতি (বক্রী)। মকর (ষষ্ঠ) রাশিতে অবস্থান স্বক্ষেত্রি শনির। মীন (অষ্টম) রাশিতে অবস্থান করছে মঙ্গল আগামী ১৬ অগস্ট পর্যন্ত। ১৭ অগস্ট পরবর্তী মেষ রাশিতে গমন করবে। মিথুন (একাদশ) রাশিতে একত্রে অবস্থান রাহু এবং শুক্রের। মাসের প্রথম দিন বুধ মিথুন রাশিতে অবস্থান করবে।
দ্বিতীয় এবং একাদশ রাশির অধিপতির অবস্থানের ফলে মাসের প্রথম অর্ধে উল্লেখযোগ্য সাফল্য না মিললেও মাসের দ্বিতীয় অর্ধে শুভ পরিবর্তনের আশা করা যায়। সোনা, চিকিৎসা সম্পর্কিত, স্থাবর অস্থাবর সম্পত্তি, তামাক এবং লিকার সংক্রান্ত বিনিয়োগে শুভ।
চতুর্থ এবং ভাগ্য স্থানের অধিপতির অষ্টম রাশিতে অবস্থান আগামী ১৬ অগস্ট পর্যন্ত শুভ ফল আশা করা যায় না। বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও তা সাময়িক। ১৬ অগস্ট মঙ্গলের রাশি পরিবর্তনে শুভ ফল আশা করা যায়। ১৬ অগস্টের পর ভূমি বা যানবাহনের ক্ষেত্রে শুভ। পঞ্চম রাশির অধিপতির স্বরাশিতে অবস্থান শিক্ষা ক্ষেত্রে শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্র শুভ। সন্তান ক্ষেত্র শুভ হলেও সন্তানের কার্যকলাপ মানসিক অশান্তির কারণ হতে পারে।
আরও পড়ুন: শত্রু এবং অন্য সম্পর্ক থেকে সতর্ক থাকুন মিথুন রাশি
ষষ্ঠ রাশির অধিপতির স্বক্ষেত্রি অবস্থান। প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে শুভ ফলদায়ক। এ মাসে শত্রুরা বিশেষ বিব্রত করতে পারবে না। সপ্তম রাশির অধিপতির শুভ অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে উত্তম। বিবাহের ক্ষেত্রে মধ্যম। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে শুভ। নবম রাশির অধিপতির অষ্টম রাশিতে অবস্থান খুব শুভ বলা যায় না। ১৬ অগস্ট নবম রাশির অধিপতির রাশি পরিবর্তনের পর শুভ পরিবর্তন। দশম রাশির অধিপতির অবস্থান চাকরি এবং ব্যাবসার ক্ষেত্রে শুভ ফলের আশা। একাদশ রাশিতে রাহু এবং শুক্রের অবস্থান এবং বৃহস্পতি সহিত দৃষ্টি সম্পর্ক শুভ লাভের ইঙ্গিত।