প্রতীকী চিত্র।
মেষ রাশির শারীরিক বিভিন্ন সমস্যা, মাথার বিভিন্ন সমস্যা যেমন মাথা ধরা, মাথা গরম হওয়া ইত্যাদি সমস্যায় ভোগার আশঙ্কা আছে। ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের দ্বিতীয় অর্ধে শুভ ফল প্রাপ্ত হবে। প্রথম অর্ধ খুব শুভ বলা যায় না।
বৃষ রাশির জাতক শারীরিক ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে। শুভ ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়েও।
মিথুন রাশির জাতক মাসের প্রথম অর্ধে শারীরিক ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্ত হলেও দ্বিতীয় অর্ধে মানসিক চাপ, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা প্রবল। ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে প্রথম অর্ধের তুলনায় দ্বিতীয় অর্ধে অধিক শুভ।
কর্কট রাশির শারীরিক ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম মাসের প্রথম অর্ধে। ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়েও সচেতনতা অবলম্বন জরুরী। মাসের দ্বিতীয় অর্ধে তুলনামূলক শুভ।
সিংহ রাশির শারীরিক ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়েও খুব নাজেহাল হওয়ার আশঙ্কা কম।
কন্যা রাশির রোগ, ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
তুলা রাশির শারীরিক ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়েও খুব শুভ ফল আশা করা যায় না। বদনাম, কলঙ্ক থেকে সাবধান।
বৃশ্চিক রাশির ষষ্ঠ ক্ষেত্রে অবস্থান রবি এবং রাহুর রোগ, ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে ভোগার আশঙ্কা প্রায় নেই বললেই চলে।
ধনু রাশির রোগ, ঋণ শত্রু সংক্রান্ত বিষয়ে প্রথম অর্ধে মধ্যম ফল প্রাপ্ত হলেও পরবর্তী অর্ধে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
মকর রাশির রোগ, ঋণ, শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম অর্ধে খুব শুভ ফল আশা করা যায় না। মাসের দ্বিতীয় অর্ধে মঙ্গলের রাশি পরিবর্তনের পর রোগ, ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে শুভ ফল প্রাপ্ত হবে।
কুম্ভ রাশির রোগ, ঋণ শত্রু সংক্রান্ত বিষয়ে খুব শুভ ফল আশা করা যায় না। সচেতনতা অবলম্বন জরুরি।
মীন রাশির রোগ, ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে বিশেষ নাজেহাল হওয়ার আশঙ্কা নেই বললেই চলে। অর্থাৎ শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।