প্রতীকী চিত্র।
মেষ রাশির ষষ্ঠ ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক রবি এবং বুধের। ১২ এপ্রিল রাহু কেতুর রাশি পরিবর্তনের পর ফলের পরিবর্তন ঘটবে। ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে শুভ ফল প্রাপ্ত হলেও শারীরিক ক্ষেত্র খুব শুভ বলা যায় না।
বৃষ রাশির রোগ, ঋণ, শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম অর্ধে মধ্যম ফল প্রাপ্ত হলেও পরবর্তী অর্ধে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
মিথুন রাশির ষষ্ঠ ক্ষেত্রে কেতুর অবস্থান। ১২ এপ্রিল কেতুর রাশি পরিবর্তনের পর শত্রু এবং ঋণ সংক্রান্ত বিষয়ে শুভ হলেও রোগ সংক্রান্ত বিষয়ে সামান্য সমস্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষত মানসিক চাপ, মস্তিষ্ক সংক্রান্ত বিষয়ে সমস্যার আশঙ্কা।
কর্কট রাশির ষষ্ঠ ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে গমন, রোগ, ঋণ শত্রু সংক্রান্ত বিষয়ে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।
সিংহ রাশির রোগ, ঋণ, শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম সপ্তাহে ফলের সামান্য পরিবর্তন হলেও শুভ বলা যায়।
কন্যা রাশির রোগ, ঋণ, শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম সপ্তাহ মধ্যম হলেও মঙ্গলের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুভত্ব বৃদ্ধি পাবে।
তুলা রাশির ষষ্ঠ ক্ষেত্রে অবস্থান রবির। মাসের দ্বিতীয় অর্ধে রবি এবং বৃহস্পতির রাশি পরিবর্তন ফলের পরিবর্তন ঘটাবে। মাসের প্রথম অর্ধে শুভ ফল প্রাপ্ত হলেও পরবর্তী অর্ধে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।
বৃশ্চিক রাশির রোগ, ঋণ, শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম অর্ধের তুলনায় দ্বিতীয় অর্ধে বেশি সুফল প্রাপ্তির সম্ভাবনা।
ধনু রাশির ষষ্ঠ ক্ষেত্রে অবস্থান রাহুর। মাসের দ্বিতীয় সপ্তাহে রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফলের সামান্য পরিবর্তন ঘটলেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
মকর রাশির ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মধ্যম ফল প্রাপ্ত হলেও মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে রোগ সংক্রান্ত বিষয়ে বিশেষ সুফল প্রাপ্তির সম্ভাবনা।
কুম্ভ রাশির রোগ ঋণ শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম সপ্তাহে ফলের পরিবর্তন হলেও শুভই বলা যায়।
মীন রাশির ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহে ফলের পরিবর্তন ঘটবে। মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে শুভত্ব বৃদ্ধি প্রাপ্ত হবে।