মেধাবী, চঞ্চল, উদ্যমী রাশি মিথুন। রাশি অধিপতি বুধ। মিথুন রাশিতে অবস্থান করছে রাহু, আগামী ২৩ সেপ্টেম্বর পরবর্তী রাশিতে গমন করবে। কর্কট (দ্বিতীয়) রাশিতে অবস্থান করছে শুক্র। আগামী ২৮ সেপ্টেম্বর পরবর্তী সিংহ রাশিতে গমন করবে। সিংহ (তৃতীয়) রাশিতে মাসের প্রথম দিন একত্রে অবস্থান রাশি অধিপতি রবি এবং বুধের। দ্বিতীয় দিন অর্থাৎ ২ সেপ্টেম্বর বুধ এবং ১৬ সেপ্টেম্বর রবি রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে গমন করবে। ধনু (সপ্তম) রাশিতে একত্রে অবস্থান কেতু এবং রাশি অধিপতি বৃহস্পতির। বৃহস্পতি আগামী ১৩ সেপ্টেম্বর সম্মুখাভিমুখ গতি প্রাপ্ত হবে। ২৩ সেপ্টেম্বর রাশি পরিবর্তন করবে কেতু। মকর (অষ্টম) রাশিতে অবস্থান করছে শনি। আগামী ২৯ সেপ্টেম্বর শনি গতি পরিবর্তন করবে। মেষ (একাদশ) রাশিতে অবস্থান করছে রাশি অধিপতি মঙ্গল। আগামী ৯ সেপ্টেম্বর গতি পরিবর্তন করে বক্র গতি প্রাপ্ত হবে।
প্রথম রাশির অধিপতির অবস্থান শুভ হলেও রাশিতে রাহুর অবস্থান বুদ্ধিভ্রম বা সিদ্ধান্তভ্রমের কারণ হতে পারে। তবে তা মাসের ২৩ তারিখ পর্যন্ত। পরবর্তী কালে শুভ।
দ্বিতীয় রাশিতে শুক্রের অবস্থান পারিবারিক ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। প্রসাধন বা বিলাসসামগ্রী, টেলিকম, সোনা, স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিনিয়োগে লাভ। চতুর্থ রাশির অধিপতির শুভ অবস্থান, শুভ ফলদেবে যানবাহন এবং সাংসারিক ক্ষেত্রে।
আরও পড়ুন: সেপ্টেম্বরে বৃষ রাশিতে রাহুর আগমন, কী হতে পারে জেনে নিন
পঞ্চম রাশির অধিপতির অবস্থান শুভ। সন্তান সুখ, বন্ধুত্ব এবং শিক্ষার ক্ষেত্র শুভ। শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রও।
ষষ্ঠ রাশির অধিপতির স্বক্ষেত্রে অবস্থানে শত্রু এবং রোগের আশঙ্কা কম হবে। বিশেষ শুভ ফল দেবে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে। দাম্পত্য সুখের ক্ষেত্র শুভ। আগামী ২৩ সেপ্টেম্বরের পর শুভত্ব বৃদ্ধি পাবে। প্রেমপ্রীতির ক্ষেত্র শুভ। সন্দেহের কারণ কষ্ট দিতে পারে।
ভাগ্যপতির নিজ রাশিতে অবস্থান ভাগ্যক্ষেত্রে বিশেষ শুভ ফলের ইঙ্গিত দেয়। পরিশ্রম ভাগ্য ক্ষেত্রে বিশেষ শুভ ফল দান করবে। রাশি অধিপতির নিজ রাশিতে অবস্থান, ১৩ সেপ্টেম্বর গতি পরিবর্তন এবং ২৩ সেপ্টেম্বর কেতুর রাশি পরিবর্তন কর্মক্ষেত্রের পক্ষে শুভ ইঙ্গিত।
আয় এবং লাভের ক্ষেত্র শুভ। মঙ্গলের গতি পরিবর্তন আয় এবং লাভের ক্ষেত্রেও পরিবর্তন আনবে।