প্রতীকী চিত্র।
মেষ রাশির ষষ্ঠ ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক রাহুর। ফলে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা প্রবল। শত্রুরা কোনও রকম সমস্যা সৃষ্টি করতে পারবে না। শারীরিক ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
বৃষ রাশির ষষ্ঠ ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতি এবং শনির দৃষ্টি সম্পর্ক, সঙ্গে মঙ্গলের অবস্থান। শারীরিক ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্ত হলেও প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এবং শত্রুর ক্ষেত্রে শুভ। ঋণ সংক্রান্ত বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরী।
মিথুন রাশির ষষ্ঠ ক্ষেত্রে অবস্থান রবি, বুধ এবং কেতুর মাসের প্রথম সপ্তাহের পর মঙ্গলের। রোগ, ঋণ শত্রু, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
কর্কট রাশির রোগ, ঋণ, শত্রু, প্রতিযোগিতা প্রতিদ্বন্ধিতার ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ অশুভ হলেও পরবর্তী অর্ধে রবির রাশি পরিবর্তনের পর শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
সিংহ রাশির মাসের প্রথম সপ্তাহে রোগ, ঋণ, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে শুভ হলেও পরবর্তীকালে মুত্র সংক্রান্ত রোগ থেকে সাবধান। বিপরীত লিঙ্গের শত্রু থেকে সাবধান থাকুন।
কন্যা রাশি হজম সংক্রান্ত, গলব্লাডার ইত্যাদির সমস্যা থেকে সাবধান। সাবধানতা অবলম্বন জরুরী ঋণ এবং শত্রু থেকে। প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্ধিতার ক্ষেত্রেও খুব শুভ ফল আশা করা যায় না।
তুলা রাশির রোগ, ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
বৃশ্চিক রাশির রোগ, ঋণ প্রতিযোগিতার ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহে খুবই শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। পরবর্তী সময় সামান্য পরিবর্তন হলেও শুভই বলা যায়।
ধনু রাশির ষষ্ঠ ক্ষেত্রে রাহুর অবস্থান শত্রু, রোগ, ঋণ, প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে শুভ ফল দান করবে।
মকর মাসের প্রথম অর্ধে অশুভ ফল প্রাপ্ত হলেও পরবর্তী সময় মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা, রোগ, ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র।
কুম্ভ রাশির ষষ্ঠ ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক রোগ, ঋণ, শত্রু প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে শুভ ফল দান করবে।
মীন রাশির ষষ্ঠ ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক সচেতনতা অবলম্বন জরুরী, হজম সংক্রান্ত, রোগ থেকে। ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন জরুরী। মধ্যম প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে।