মেষ রাশি চক্রের প্রথম রাশি। রাশি অধিপতি মঙ্গলের অবস্থান নিজ ক্ষেত্রে। বৃষ (দ্বিতীয়) রাশিতে অবস্থান করছে রাহু। বৃশ্চিক (অষ্টম) রাশিতে একত্রে অবস্থান করছে কেতু এবং শুক্র। শুক্র আগামী ৪ জানুয়ারি রাশি পরিবর্তন করে ধনু রাশিতে গমন করে ২৭ জানুয়ারি পর্যন্ত সেখানেই অবস্থান করবে। ২৮ জানুয়ারি পরবর্তী মকর রাশিতে গমন করবে। ধনু (নবম) রাশিতে একত্রে অবস্থান রবি এবং বুধের। রবি আগামী ১৪ জানুয়ারি রাশি পরিবর্তন করে মকর রাশিতে গমন করবে। বুধ আগামী ৫ জানুয়ারি মকরে গমন করে ২৪ জানুয়ারি পর্যন্ত মকরে অবস্থান করবে এবং ২৫ জানুয়ারি কুম্ভ রাশিতে গমন করবে। মকর (দশম) রাশিতে একত্রে অবস্থান রাশি অধিপতি শনি এবং বৃহস্পতির।
মেষ রাশিতে মঙ্গলের অবস্থানে মানসিক উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা।
দ্বিতীয় রাশিতে রাহুর অবস্থান এবং বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্কে শুভ ফল আশা করা যায় ধনস্থানের ক্ষেত্রে। পড়াশোনা, সোনা, লোহা ইত্যাদি বিষয়ে বিনিয়োগে লাভের সম্ভাবনা।
চতুর্থ রাশিতে শনি, বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি জমি, বাড়ি এবং যানবাহন সংক্রান্ত বিষয়ে শুভ লাভের সম্ভাবনা। মানসিক উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা মা এবং বাড়ির সদস্যদের।
শুভ ফল আশা করা যায় সন্তান এবং সাধারণ পড়াশোনার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্র মধ্যম।
ষষ্ঠ রাশিতে রাহু এবং বৃহস্পতির দৃষ্টিতে মধ্যম ফল আশা করা যায় রোগ, শত্রু, ঋণ এবং প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে।
আরও পড়ুন: অর্থকষ্ট কমাতে বাড়িতে রাখুন এই পাঁচটি জিনিস
সপ্তম রাশির অধিপতির অষ্টমে অবস্থান। সপ্তম রাশির সঙ্গে মঙ্গল এবং শনির দৃষ্টি সম্পর্কের ফলে দাম্পত্য ক্ষেত্রে খুব ভাল ফল আশা করা যায় না। উত্তেজনা, বাদানুবাদ দাম্পত্য সুখে বাদ সাধার আশঙ্কা। সচেতনতা অবলম্বন প্রয়োজন যৌথ ব্যবসার ক্ষেত্রে।
নবম রাশিতে রবি এবং বুধের অবস্থানে ভাগ্যক্ষেত্রে খুব ভাল ফল আশা করা যায় না। বিশেষ সচেতনতা অবলম্বন প্রয়োজন বাবার স্বাস্থ্য সম্বন্ধে।
দশম রাশিতে (মকরে) বৃহস্পতির নীচস্থ অবস্থান হলেও উচ্চস্থ শনির সঙ্গে অবস্থানের কারণে বৃহস্পতির নীচস্ত ভঙ্গ হচ্ছে। শুভ ফল আশা করা যায় কর্মক্ষেত্রে। বিশেষ শুভ চাকরিজীবীদের ক্ষেত্রে। কঠোর পরিশ্রমে কর্মক্ষেত্রে বিশেষ আয় বা প্রাপ্তির সম্ভাবনা আছে।
একাদশ অধিপতির নিজ রাশিতে অবস্থান শুভ আয় বা লাভের ক্ষেত্রে।