সৎ, ধার্মিক, আধ্যাত্মিক, এবং কল্পনাপ্রবণ রাশি কুম্ভ। রাশি অধিপতি শনি অবস্থান করছে দ্বাদশ (মকর) রাশিতে। দ্বিতীয় (মীন) রাশিতে অবস্থান করছে মঙ্গল। চতুর্থ (বৃষ) রাশিতে অবস্থান করছে স্বক্ষেত্রি শুক্র। পঞ্চম (মিথুন) রাশিতে একত্রে অবস্থান করছে বুধ, রাহু এবং রবি (আগামী ১৬ জুলাই পর্যন্ত)। একাদশ (ধনু) রাশিতে অবস্থান করছে কেতু এবং স্বক্ষেত্রি বৃহস্পতি (বক্রী)।
দ্বিতীয় রাশির অধিপতির স্বক্ষেত্রে অবস্থান শুভ পরিবর্তনের ইঙ্গিত। সোনা, ব্যাঙ্ক, চিকিৎসা, স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিনিয়োগে লাভ। পরাক্রম এবং ইচ্ছাশক্তি বৃদ্ধি।
শুক্র কুম্ভ রাশির কেন্দ্র এবং ত্রিকোণ রাশির অধিপতি, বিশেষ শুভ ফলদাতা গ্রহ। শুক্রের স্বক্ষেত্রি অবস্থানে বিশেষ শুভ ফল লাভ হবে গৃহ সুখের ক্ষেত্রে। যানবাহন ক্রয়ের ক্ষেত্র শুভ। কুম্ভ রাশির শিল্পীদের শুভ পরিবর্তন আসবে। শুভ ফল লাভ হবে সাজসজ্জা সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত সকলের।
আরও পড়ুন: বৃশ্চিক রাশির জাতকরা নতুন করে প্রেমে পড়তে পারেন এ মাসে
কুম্ভ রাশির পড়াশোনার ক্ষেত্রের অধিপতির শুভ অবস্থান শিক্ষা ক্ষেত্রের শুভ ইঙ্গিত। বিশেষ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্র। সন্তান ক্ষেত্র মিশ্র, সন্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন।
শত্রু বিব্রত করতে পারবে না। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র অনুকূল। আগামী ১৬ জুলাইয়ের পর বিশেষ পরিবর্তন হবে। বিশেষ সাবধান থাকুন জল থেকে।
পঞ্চম এবং সপ্তম রাশির সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক, দাম্পত্য, প্রেম এবং বন্ধুত্বের ক্ষেত্রে শুভ। বিশেষ শুভ বিবাহের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে নতুন সঙ্গীর হাত ধরে শুভ যাত্রা শুরু হতে পারে।
ভাগ্য অধিপতির স্বক্ষেত্রি শুভ অবস্থান সৌভাগ্যের ইঙ্গিত। পূর্ণতীর্থ বা বিদেশ যাত্রার পরিকল্পনা।
কর্মক্ষেত্র অনুকূল। একাদশ রাশির অধিপতির অবস্থান লাভের ক্ষেত্রে শুভ ফলের ইঙ্গিত। বন্ধু বা গুরুজন স্থানীয় ব্যক্তির থেকে লাভের সম্ভাবনা।