কুম্ভ, রাশি চক্রের একাদশ রাশি। রাশি অধিপতি শনি। অবস্থান করছে মকর (দ্বাদশ) রাশিতে নিজ ক্ষেত্রে। মীন (দ্বিতীয়) রাশিতে অবস্থান করছে মঙ্গল। আগামী ১৬ অগস্ট পরবর্তী মেষ রাশিতে গমন করবে। মিথুন (পঞ্চম) রাশিতে একত্রে অবস্থান করছে রাহু এবং শুক্র। কর্কট (ষষ্ঠ) রাশিতে একত্রে অবস্থান করছে রবি এবং বুধ। আগামী ১৬ অগস্ট রবি এবং ১৭ অগস্ট বুধ পরবর্তী সিংহ রাশিতে গমন করবে। ধনু (একাদশ) রাশিতে একত্রে অবস্থান করছে স্বক্ষেত্রি বৃহস্পতি (বক্রী) এবং কেতু।
দ্বিতীয় রাশির অধিপতির স্বক্ষেত্রি অবস্থান শুভ হলেও মঙ্গলের দ্বিতীয় রাশিতে অবস্থান এবং রাশি অধিপতির সঙ্গে দৃষ্টি সম্পর্কের ফলে মধ্যম ফল আশা করা যায়। বক্তব্যে কর্কশতার সম্ভাবনা। আগামী ১৬ অগস্ট মঙ্গলের রাশি পরিবর্তনের পর শুভ পরিবর্তন। সোনা, রত্ন, স্থাবর সম্পত্তি, শিক্ষার সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রে বিনিয়োগে লাভ আশা করা যায়। মাসের দ্বিতীয় অর্ধে ১৬ অগস্টের পর ভাইয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে সচেতনতার প্রয়োজন।
চতুর্থ রাশির অধিপতির পঞ্চম রাশিতে রাহুর সঙ্গে অবস্থান এবং বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক শুভ ফলের ইঙ্গিত দেয়। পারিবারিক ক্ষেত্র শুভ, শুভ জমি, বাড়ি এবং যানবাহনের ক্ষেত্রে। স্থাবর সম্পত্তি এবং যানবাহন কেনাবেচার ক্ষেত্রে শুভ। বিশেষ শুভ ১৬ অগস্টের পর।
আরও পড়ুন: সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকুন ধনু রাশি
পঞ্চম রাশির অধিপতির ষষ্ঠ রাশিতে অবস্থান শুভ বলা যায় না। আলস্য আসতে পারে শিক্ষার ক্ষেত্রে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্র শুভ। সন্তান সুখের ক্ষেত্র মধ্যম। আগামী ১৭ অগস্টের পর শুভ পরিবর্তন। শত্রু ক্ষেত্র শুভ। শত্রু এবং রোগের দ্বারা পীড়িত হওয়ার আশঙ্কা প্রায় নেই। প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র শুভ।
সপ্তম রাশির অবস্থান এবং বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক। দাম্পত্য সুখ মধ্যম বলা যায়। আগামী ১৬ অগস্টের পর রাগ বৃদ্ধির আশঙ্কা। সাংসারিক উত্তেজনা, বাদ বিবাদ, তর্কবিতর্ক দাম্পত্য সুখে বাদ সাধতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্র মধ্যম।
ভাগ্য রাশির অধিপতির শুভ অবস্থান সৌভাগ্যের ইঙ্গিত। কর্ম রাশির অধিপতির অবস্থান শুভ। ব্যবসা বা চাকরি উভয় ক্ষেত্রেই শুভ ফল আশা করা যায়। বিশেষ শুভ আগামী ১৬ অগস্টsর পর। বৃহস্পতির স্বক্ষেত্রি অবস্থান আয় এবং লাভের ক্ষেত্রে শুভ।