—প্রতীকী ছবি।
বেঙ্গালুরুর কাছে এক হোটেলে গিয়ে গায়ে আগুন দিয়ে চরম পদক্ষেপ করলেন ২৪ বছরের এক তরুণী। তিনি শহরের এক বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেন। অভিযোগ, গোপন ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করছিলেন কাকা। প্রবীণ সিংহ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ১২ জানুয়ারি বেঙ্গালুরুর কুন্ডলাহাল্লির এক হোটেলে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন তরুণী। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘ দিন ধরে গোপন ছবি দেখিয়ে তরুণীকে ব্ল্যাকমেল করছিলেন অভিযুক্ত। তরুণী বার বার অনুরোধ করলেও সেগুলি প্রবীণ তাঁকে ফেরত দেননি বলে অভিযোগ। কী ভাবে অভিযুক্ত ওই ভিডিয়োগুলি পেয়েছিলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ।
গত রবিবার ওই হোটেলে কাকার সঙ্গে কথা বলতে গেছিলেন তরুণী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাকার থেকে ওই ভিডিয়োগুলি ফেরত চান তরুণী। তিনি দিতে অস্বীকার করেন। এর পরেই তরুণী গায়ে পেট্রল ঢেলে চরম পদক্ষেপ করেন বলে অভিযোগ। ধৃত প্রবীণের থেকে একটি পেনড্রাইভ বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেটি পরীক্ষা করে দেখছে ফরেনসিক দল।