Astrological Tips

জীবনে দ্রুত আর্থিক উন্নতি পেতে চান? একটি সহজ টোটকা মেনে চলুন

জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ একটি টোটকা রয়েছে সেগুলি সঠিক ভাবে পালন করলে আর্থিক সমস্যা থেকে দ্রুত রেহাই পাওয়া সম্ভব। আর্থিক দিকে উন্নতিও হবে চোখে পড়ার মতো।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ০৭:৫০
Share:

—প্রতীকী ছবি।

আর্থিক সমস্যা জীবনের খুব বড় একটা সমস্যা। আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমরা নানা ধরনের প্রতিকার খুঁজে বেড়াই। আমরা সকলেই দ্রুত এই সমস্যার থেকে রেহাই পেতে চাই। জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ কিছু উপায় রয়েছে সেগুলি সঠিক ভাবে পালন করলে আর্থিক সমস্যা থেকে দ্রুত রেহাই পাওয়া সম্ভব। আর্থিক দিকে উন্নতিও হবে চোখে পড়ার মতো।

Advertisement

টোটকাটি পালন করতে কী কী লাগবে?

এই টোটকাটা করতে লাগবে একটা ধনকুবেরের ছবি বা মূর্তি, একটা পিতলের ছোট পাত্র, একটা রুপোর কয়েন আর অল্প কেশর।

Advertisement

টোটকা:

টাকা রাখার জায়গা বা লকারের টাকার উপর প্রথমে ছোট পাত্রটি রাখুন। এর মধ্যে রুপোর কয়েন রেখে তাতে কিছুটা কেশর ছড়িয়ে দিন, তার উপর কুবেরের ছবি বা মূর্তিটি স্থাপন করুন। এর অর্থ হল টাকার উপর কুবেরের মূর্তি স্থাপন করা হল।

টোটকার নিয়ম:

কুবেরের মূর্তি স্থাপন করার আগে প্রত্যেকটা সামগ্রী গঙ্গাজল, কাঁচা দুধ এবং সুগন্ধি দিয়ে শোধন করে তার পর স্থাপন করতে হবে। যে কোনও ভাল তিথিতে এই টোটকাটা করতে হবে। যে কোনও বৃহস্পতিবার এবং শুক্রবার এই টোটকাটা করা যেতে পারে।

কোন দিকে মুখ করে রাখতে হবে?

যখন এই টোটকাটা করতে হবে, তখন খেয়াল রাখতে হবে ধনকুবেরের মুখ যেন দক্ষিণ দিকে থাকে। ধনকুবেরের মূর্তি বসাতে হবে উত্তর দিকে।

এই টোটকা সঠিক ভাবে করতে পারলে দ্রুত আর্থিক উন্নতি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement