আমরা প্রত্যেকেই নিজ নিজ ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করি। সেই ভাগ্য অনুযায়ী জীবনে নানা ঘটনা বা বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আমাদের জীবনে নানা ধরনের শুভ বা অশুভ ঘটনা, যা আমাদের ভাগ্যে পূর্ব নির্ধারিত হয়ে রয়েছে, তা জানা যায় এক মাত্র জ্যোতিষশাস্ত্র অনুসারে। আমরা সবাই কিছু না কিছূ কাজ করে অর্থ উপার্জন করে সংসার প্রতিপালন করি। কিন্তু সেই কর্মস্থানে মাঝেমধ্যেই গোপন শত্রুতায় শান্তি বিঘ্নিত হয়। দেখে নেওয়া যাক মীন রাশির ক্ষেত্রে কেমন হতে পারে কর্মক্ষেত্রে গোপন শত্রুতা।
মীন রাশির অধিপতি হল বৃহস্পতি। চন্দ্র, রবি ও বৃহস্পতি অনুকূল থাকলে শুভ ফল দেয়। আধ্যাত্মিক চেতনা, অসাধারণ ব্যক্তিত্ব, অদম্য উৎসাহ, দৃঢ়তা, ধৈর্যশীলতা, একাগ্রতা ও তেজস্বিতার মতো প্রতিভা থাকায় এই রাশির মানুষ সমাজে ও কর্মজীবনে প্রতিষ্ঠা লাভ করেন। অবশ্য উত্থান–পতন এঁদের জীবনেও ঘটে।
আরও পড়ুন: বাংলার ১৪২৬ সাল মীন রাশির জীবনে কী কী ঘটতে পারে
কর্মজীবনে কারও কাছে মাথা নত করা এই রাশির জাতকের পক্ষে অসম্ভব হওয়ায় প্রতি পদে গোপন শত্রুতা বৃদ্ধি পায়। প্রত্যক্ষ এবং পরোক্ষ শত্রুতায় জড়িয়ে পড়ে।
দেখে নেওয়া যাক মীন রাশির জাতক/জতিকার কী করা উচিত:
গ্রহাধিপতির ভজন সাধনা করা।
প্রণাম মন্ত্র:
‘ দেবতানামৃষীণাঞ্চ
গুরুং কনকসন্নিভম্।
বন্দ্যেভূতং ত্রিলোকেশং
তংনমামি বৃহস্পতিম’।।
জপ মন্ত্র:
‘ওঁ হ্রীং ক্লীং হূং বৃহস্পতিম’
এ ছাড়া উচিত হীরে, রক্তপ্রবাল ও ক্যাটসআই ধারণ।