আপনার হাতে রবি, বুধ, শুক্র কি সুগঠিত? এর ফল কী হতে পারে জানেন?

রবি উন্নতির পথ সুগম করে। রবি আত্মা, রবি প্রশাসক, রবির ক্ষেত্র সুগঠিত হলে রাজনীতি, শিল্পকলা, সরকারি চাকরির ক্ষেত্রে সফলতা মেলে। দেখে নেওয়া যাক রবির সঙ্গে অন্য গ্রহের ক্ষেত্র সুগঠিত হলে কী ফল মেলে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২০ ০০:০৯
Share:

রবি উন্নতির পথ সুগম করে। রবি আত্মা, রবি প্রশাসক, রবির ক্ষেত্র সুগঠিত হলে রাজনীতি, শিল্পকলা, সরকারি চাকরির ক্ষেত্রে সফলতা মেলে। দেখে নেওয়া যাক রবির সঙ্গে অন্য গ্রহের ক্ষেত্র সুগঠিত হলে কী ফল মেলে।

Advertisement

রবি এবং বুধের ক্ষেত্র উন্নত হলে- বিজ্ঞান বিষয়ে আকর্ষণ, আন্তর্জাতিক বাণিজ্যে সফল।

রবি এবং শুক্রের ক্ষেত্র উন্নত হলে- পরিকল্পনামাফিক কাজ করতে সক্ষম।

Advertisement

রবি এবং রাহুর ক্ষেত্র উন্নত হলে- উদ্বিগ্নতা, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট, বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়।

রবি এবং কেতুর ক্ষেত্র উন্নত হলে- বিদেশ ভ্রমণ।

রবি এবং চন্দ্রের ক্ষেত্র উন্নত হলে- জাঁকজমক প্রিয়, কৃত্রিম মানসিকতার হয়।

আরও পড়ুন: হাতের তালুতে একাধিক সুগঠিত গ্রহক্ষেত্রের ফল

রবি এবং মঙ্গলের ক্ষেত্র উন্নত হলে- ক্রোধী, আত্মত্যাগের মানসিকতা থাকে।

বুধ- বুদ্ধিমান, চাতুর্য, উপস্থিত বুদ্ধি, ব্যবসায়ীক সফলতা নির্দেশ করে।

দেখে নেওয়া যাক বুধের সঙ্গে অন্য গ্রহের ক্ষেত্র উন্নত হলে কি ফল মেলে—

বুধ এবং শুক্রের ক্ষেত্র উন্নত হলে- বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। সঙ্গীতে বিশেষ অনুরাগ।

বুধ এবং রাহুর ক্ষেত্র উন্নত হলে- ক্রোধী, বদমেজাজী।

বুধ এবং কেতুর ক্ষেত্র উন্নত হলে- ভ্রমণ প্রিয়, জীবনে সফলতা।

বুধ এবং চন্দ্রের ক্ষেত্র উন্নত হলে- বৈজ্ঞানিক, ধনী, সফল।

বুধ এবং মঙ্গলের ক্ষেত্র উন্নত হলে- শীঘ্র সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম।

শুক্র- ভোগ, সম্ভোগ, আনন্দ, পার্থিবতৃপ্তি, প্রেমপ্রীতি, ভালবাসার কারক গ্রহ।

দেখে নেওয়া যাক শুক্রের সঙ্গে অন্য গ্রহের ক্ষেত্র সুগঠিত হলে কি ফল মেলে—

শুক্র এবং চন্দ্রের ক্ষেত্র উন্নত হলে- বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, শিল্পী মানসিকতা।

শুক্র এবং রাহুর ক্ষেত্র উন্নত হলে- বিবাহ বহির্ভূত সম্পর্কে আসক্তি, নিম্ন শ্রেণির মানসিকতা।

শুক্র এবং কেতুর ক্ষেত্র উন্নত হলে- সহানুভূতিশীল, আদর্শবান।

শুক্র এবং মঙ্গলের ক্ষেত্র উন্নত হলে- সঙ্গীতে বিশেষজ্ঞ, দক্ষ, অভিজ্ঞ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement