জাতক/জাতিকার জন্মকুণ্ডলীতে অন্যতম শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ গ্রহ মঙ্গল। মঙ্গলকে প্রধানত পাপগ্রহ বলে মানা হয়। মঙ্গলগ্রহের কুণ্ডলীতত্ত্বে অবস্থানের উপর মাঙ্গলিক দোষ নির্ভর করে। আপনার জন্মলগ্ন যদি বৃষ হয়ে থাকে, এবং আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গলের অবস্থান লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশে হয়, তবে আপনাকে মাঙ্গলিক ধরা হবে।
আসুন জেনে নেওয়া যাক আপনার লগ্নের ক্ষেত্রে মঙ্গলের ভিন্ন ভিন্ন অবস্থান কী ফল দেয়:
জাতকের লগ্নে মঙ্গল স্থিত হলে জাতক রক্তচাপের রোগী হন ও দূর্বল হন। ব্যবসায় সাফল্য লাভ করেন। তবে জীবনে অনেক সংগ্রাম করে এঁদের সাফল্য পেতে হয়।
চতুর্থ ঘরে অর্থাৎ সিংহে মঙ্গল স্থিত হলে অর্থহানির যোগ থাকে। মাতৃসুখ থেকে জাতক বঞ্চিত হন। বাড়িতে সম্পত্তি হানির যোগও রয়েছে।
আরও পড়ুন: মেষ লগ্নের মাঙ্গলিক দোষ ও তার সাধারণ প্রতিকার
সপ্তমে অর্থাৎ বৃশ্চিকে মঙ্গল স্থিত হলে আয়ের জন্য বহু পরিশ্রম করতে হয়। স্ত্রীভাগ্য বিশেষ ভাল হয় না এবং গুপ্ত রোগে ভোগার আশঙ্কা থাকে।
অষ্টমে অর্থাৎ ধনুতে মঙ্গল স্থিত হলে প্রবাসে রোজগার হয়। জাতক পারিবারিক ঝামেলায় জর্জরিত থাকেন এবং স্ত্রী সুখ পান না।
দ্বাদশ ঘর অর্থাৎ মেষে মঙ্গল স্থিত হলে জাতক অমিতব্যয়ী হন, হাসিখুশি, চঞ্চল ও মদ-মাংস প্রেমী হন। স্ত্রী-পুত্র সুখে সুখী খুব বেশি হয় না। শত্রুরা বশে থাকে।
আসুন জেনে নেওয়া যাক কয়েকটি সাধারণ প্রতিকার:
১। লাল রুমাল ব্যবহার করুন।
২। হনুমান চালিশা পাঠ করুন।
৩। নিরামিষ আহার করুন।
৪। সম্ভব হলে অসহায় বিধবার ভরণপোষণের দায়িত্ব করুন।
৫। বোনকে মিষ্টান্ন উপহার দিন।