Bangladesh Premier League

বাংলাদেশ লিগে নাটক! বিতর্কিত ‘টাইম্‌ড আউট’ হয়েও ক্রিজ়‌ে ফিরে আবার আউট ব্যাটার

গত বছর এক দিনের বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে ‘টাইম্‌ড আউট’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ক্রিকেটমহলে। আবার সেই ‘টাইম্‌ড আউট’ ফিরল। এ বার ঘটনাস্থল বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৭:৫৪
Share:

‘টাইম্‌ড আউট’ বিতর্কের সেই মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

গত বছর এক দিনের বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে ‘টাইম্‌ড আউট’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ক্রিকেটমহলে। আবার সেই বিতর্ক ফিরল। এ বার ঘটনাস্থল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে এ বার ‘টাইম্‌ড আউট’ দেওয়ার পরেও ব্যাটারকে ফেরানো হল ক্রিজ়ে। তিনি প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরলেন।

Advertisement

বিপিএলে খেলা ছিল চিটাগং কিংস বনাম খুলনা টাইগার্সের। দেরিতে ক্রিজ়‌ে আসার অপরাধে টাইগার্সের ব্যাটার টম ও’কোনেলকে ‘টাইম্‌ড আউট’ দেওয়া হয়। পরে আবার তাঁকে ফিরিয়ে আনেন আম্পায়ারেরা। তিনি প্রথম বলেই আউট হয়ে যান।

আগে ব্যাট করে উইলিয়াম বশিষ্ঠ এবং মহিদুল ইসলামের অর্ধশতরানে ভর করে ২০৩ তোলে খুলনা। রান তাড়া করতে নেমে চিটাগং সাত ওভারের মধ্যে পাঁচটি উইকেট হারায়। মহম্মদ নওয়াজের বলে হায়দার আলি ফেরার পর ব্যাট করতে নামেন ও’কোনেল। তবে ক্রিজ়ে আসতে তিনি অনেকটা সময় নেন। তার পর দৌড়তে দৌড়তে তিনি মাঠে আসার সময় দেখা যায় আম্পায়ার রবীন্দ্র বিমলাসিরি এবং তনবীর আহমেদ কথা বলছেন খুলনার অধিনায়ক মিরাজের সঙ্গে। মিরাজ অভিযোগ জানান, দেরিতে ক্রিজ়‌ে এসে পৌঁছেছেন ও’কোনেল।

Advertisement

আইসিসি-র নিয়ম বলছে, একজন ব্যাটার আউট হওয়া বা অবসৃত হওয়ার ৩ মিনিটের মধ্যে (বিশ্বকাপে ২ মিনিট) নতুন ব্যাটার অথবা নন-স্ট্রাইকারকে এসে বল খেলার জন্যে তৈরি থাকতে হয়, যদি না আগে থেকে নতুন ব্যাটার আম্পায়ারের কাছে ‘টাইম’-এর আবেদন করে থাকেন। এই নিয়ম না মানা হলে, সংশ্লিষ্ট ব্যাটারকে ‘টাইম্‌ড আউট’ দেওয়ার অধিকার রয়েছে আম্পায়ারের। ও’কোনেল সেই সময় পেরিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। মিরাজ সেটাই আম্পায়ারদের কাছে উল্লেখ করেছিলেন। ও’কোনেল মেনে নিয়ে ফিরেও যাচ্ছিলেন। শেষ মুহূর্তে মিরাজ আবেদন তুলে নেন। ও’কোনেলকে ফিরিয়ে আনা হয়। তবে পরের বলেই আউট হয়ে যান তিনি।

গত বছর বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার ইনিংসের ২৫তম ওভারে ঘটে এই ঘটনা। সাদিরা সমরবিক্রম আউট হওয়ার পরে খেলতে নামেন ম্যাথেউজ। নির্ধারিত সময়েই মাঠে নেমেছিলেন। কিন্তু ব্যাট করতে যাওয়ার আগে হেলমেট পরার সময় ম্যাথেউজের হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যায়। ফলে তিনি নিজের দলের ডাগআউটের দিকে ইঙ্গিত করে বিকল্প একটি হেলমেট আনতে বলেন। সেই হেলমেট আনতে যে সময় লাগে, তার মাঝেই আম্পায়ারের দ্বারস্থ হন শাকিব। দাবি করেন, নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। তা হলে কেন ম্যাথেউজকে আউট দেওয়া হবে না?

শাকিবের আবেদনের পরে ম্যাথেউজের সঙ্গে আম্পায়ারেরা কথা বলেন। শ্রীলঙ্কার ক্রিকেটার বার বার বোঝানোর চেষ্টা করেন যে, তাঁর হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ায় দেরি হয়েছে। নইলে নির্ধারিত সময়ের মধ্যেই ব্যাট করতে নামছিলেন তিনি। বাংলাদেশের আবেদনের পরে অনেক ক্ষণ ম্যাথেউজ, শাকিব ও আম্পায়ারদের মধ্যে আলোচনা হয়। কিন্তু আম্পায়ারেরা ক্রিকেটের নিয়মের মধ্যে থেকে ম্যাথেউজকে আউট দেন। একমাত্র যদি বাংলাদেশ আবেদন তুলে নিত, তা হলে ম্যাথেউজ বেঁচে যেতেন। কিন্তু শাকিব নিজের আবেদন থেকে সরেননি। সেই কারণে আউট হতে হয় ম্যাথেউজকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement