মালদহে তৃণমূলের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানে ধাক্কাধাক্কি, উত্তেজনা। —নিজস্ব চিত্র।
মালদহে তৃণমূলের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানে উত্তেজনা, দুর্ঘটনা। ইটের দেওয়াল ভেঙে আহত হলেন সাত জন। তাঁদের মধ্যে পাঁচ জনই মহিলা। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
বুধবার নতুন বছরের প্রথম দিনে তৃণমূলের প্রতিষ্ঠাদিবস পালিত হচ্ছে জেলায় জেলায়। মালদহের তুলসীহাটায় সেই উপলক্ষেই স্থানীয় তৃণমূলের তরফে কম্বল বিতরণের আয়োজন করা হয়েছিল। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের খিচুড়ি খাওয়ানোর কথাও হয়েছিল। ১(বি) ব্লক সভাপতি মর্জিনা খাতুনের নেতৃত্বে অনুষ্ঠান শুরু হয় তুলসীহাটা হাইস্কুল মাঠে। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই গোলমাল বাধে।
স্থানীয় সূত্রে খবর, শাসকদলের অনুষ্ঠানে কম্বল নিতে এবং খিচুড়ি খেতে বহু মানুষ হাজির হয়েছিলেন। ভিড়ের মধ্যে তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। কে আগে কম্বল পাবেন, তা নিয়ে একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে থাকেন। পাশে বেশ কিছু ইট দেওয়ালের মতো করে সাজানো ছিল। ধাক্কাধাক্কিতে সেই ইটের দেওয়াল ভেঙে পড়ে। সামনে যাঁরা ছিলেন, অনেকেই আহত হয়েছেন। পাঁচ মহিলা-সহ সাত জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দলীয় কর্মীরাই এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে গোটা অনুষ্ঠানে অব্যবস্থার অভিযোগ করেছেন স্থানীয়েরা অনেকেই।
এ প্রসঙ্গে ব্লক সভাপতি মর্জিনা বলেন, ‘‘প্রচুর লোক এসেছেন। আমাদের এখানে ১৫০০ কম্বল দেওয়ার কথা হয়েছিল। কিন্তু তিন হাজার লোক চলে এসেছিলেন। সবাই চাইছিলেন, আগে কম্বল নেবেন। সেই ভিড়ে একটু ধাক্কাধাক্কি হয়েছে। তবে দলের কর্মীরা সকলে মিলে পরিস্থিতি সামাল দিয়েছেন।’’ ভিড়ের ঠেলায় দেওয়াল ভেঙে পড়ায় কম্বল প্রাপকেরা আহত হয়েছেন বলে মানতে চাননি আয়োজক ওই তৃণমূলনেত্রী।