প্রতীকী চিত্র।
জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি নৈস্বর্গীক শুভ গ্রহ। বৃহস্পতি শুভ ফলদাতা গ্রহ। আগামী ২০ নভেম্বর ভারতীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করবে। যে কোনও গ্রহ রাশি পরিবর্তন করলে ১২টি রাশির ক্ষেত্রেই কোনও না কোনও ভাবে শুভ এবং অশুভ প্রভাব দান করে। যে গ্রহ বেশি সময় এক রাশিতে অবস্থান করে তাঁর শুভ বা অশুভ ফল দানের ক্ষমতা তত বেশি। বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে ১২টি রাশিই কোনও না কোনও ভাবে শুভ প্রভাবে প্রভাবিত হবে। কোন রাশির ক্ষেত্রে কী শুভ প্রভাব, দেখে নেওয়া যাক।
মেষ রাশির সন্তান সুখ, প্রেমপ্রীতি সংক্রান্ত, যুক্তি বিচার, উপস্থিত বুদ্ধি, দাম্পত্য সুখ, ব্যবসা, ব্যবসায়িক সঙ্গী ইত্যাদি ক্ষেত্রে। আয় বা লাভের ক্ষেত্রেও শুভত্ব বৃদ্ধি পাবে।
বৃষ রাশির পড়াশোনার ক্ষেত্র, গৃহসুখ, যানবাহন সংক্রান্ত সুখ, আর্থিক এবং কর্মক্ষেত্রের শুভত্ব বৃদ্ধি পাবে।
মিথুন রাশির শারীরিক, মানসিক, সন্তান সুখ, প্রেমের ক্ষেত্র, উপস্থিত বুদ্ধি, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।
কর্কট রাশির আর্থিক ক্ষেত্র, পারিবারিক ক্ষেত্র, মাতৃসুখের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।
সিংহ রাশির শারীরিক ক্ষেত্র, দাম্পত্য সুখ ও উপার্জনের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।
কন্যা রাশির আর্থিক ক্ষেত্রে ও কর্মক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।
তুলা রাশির শারীরিক ক্ষেত্রে, প্রেমপ্রীতির ক্ষেত্রে, সন্তান সুখের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, আয় এবং লাভের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশির গৃহসুখ, পড়াশোনা, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।
ধনু রাশির দাম্পত্য সুখ, অংশীদারি ব্যবসা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাগ্যের সহায়তা বৃদ্ধি হবে। আয় বা লাভের ক্ষেত্রেও শুভত্ব বৃদ্ধি পাবে।
মকর রাশির আর্থিক এবং পারিবারিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশির শারীরিক ক্ষেত্রে, প্রেমপ্রীতির ক্ষেত্রে, সন্তান সুখ, দাম্পত্য সুখ, উচ্চশিক্ষা, ধর্মীয় ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।
মীন রাশির গৃহসুখ, মাতৃসুখ, পড়াশোনার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।