প্রতি বছর মা তার কৃপা এবং আশির্বাদ নিয়ে আসেন আমাদের জীবন কল্যাণে ভরিয়ে তুলতে। মায়ের কৃপায় আমরা সারা বছর অত্যন্ত সুখে ও আনন্দে কাটাই। মনে করা হয় মা দুর্গার আহ্বান কালে যে কোনও কাজ করা অত্যন্ত শুভ। দুর্গাপুজোর মহাসপ্তমীর দিন এই টোটকা করে নিজের ভাগ্যকে জয় করে নিন।
টোটকা
প্রথম টোটকা– মহাসপ্তমীর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই টোটকাটি করতে হবে। দু’টি পেরেক নিন এবং সেই পেরেক দু’টি হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির চরণে পেরেক দু’টি সিঁদুর মাখিয়ে রেখে দিন। তার পর হনুমান চালিশা পাঠ করুন। তার পর সেই পেরেক দু’টি বাড়িতে নিয়ে এসে বাড়ির সদর দরজার দুই পাশে পুঁতে দিন।
দ্বিতীয় টোটকা– মা দুর্গার একটি ছবি নিন এবং তার সঙ্গে সাতটি লাড্ডু এবং নিখুঁত সাতটি লবঙ্গ নিন। তার পর লাড্ডুর মধ্যে লবঙ্গগুলি এক একটি করে গেঁথে দিন (সম্পূর্ণ ভাবে নয়। লবঙ্গের ফুলটা যেন বাইরে বেরিয়ে থাকে) এবং তামার পাত্রের মধ্যে রেখে মায়ের সামনে নিবেদন করুন। ধূপ ধুনো কর্পুর দিয়ে মায়ের আরতি করুন এই মন্ত্র সহকারে।
আরও পড়ুন: দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিনের বিশেষ ফলদায়ী টোটকা
মন্ত্র– ‘ওঁ শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে।
সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমোহস্তু তে।।’
তৃতীয় টোটকা– মহাসপ্তমীর দিন মায়ের চরণে অর্ঘ্য অর্পণ করুন। এই অর্ঘ্যের উপকরণ হবে, ১০৮টি দুর্বা, ১০৮টি আতপ চাল, ১০৮টি যব এবং একটি আলতা কাপড়ে মুড়ে মায়ের চরণে অর্পণ করতে হবে।
টোটকার ফলাফল–
এই টোটকাগুলো সঠিক নিয়ম অনুসারে করতে পারলে জীবনের যত সমস্যা খুব সহজেই দূর হয়ে যায়। এর ফলে আর্থিক উন্নতি হবে এবং পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে।