দুর্গাপুজোর নবমীর দিনের বিশেষ ফলদায়ী টোটকা

আমরা বাঙালিরা ভক্তি সহকারে মায়ের আরাধনা করতে অধীর আগ্রহে অপেক্ষা করি সারা বছর। মা আসছেন আমাদের সকল দুঃখ কষ্টের অবসান ঘটাতে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২০ ০০:০৬
Share:

আমরা বাঙালিরা ভক্তি সহকারে মায়ের আরাধনা করতে অধীর আগ্রহে অপেক্ষা করি সারা বছর। মা আসছেন আমাদের সকল দুঃখ কষ্টের অবসান ঘটাতে। মায়ের কৃপা সারা বছর পেতে হলে নবমীর দিন এই কাজ করুন। সহজ কিছু উপায়, যা করলে দেবী দুর্গা অত্যন্ত সন্তুষ্ট হন। মনে করা হয় দেবীপক্ষ চলাকালীন যে কোনও উপাচার করলেই তা খুবই ফলপ্রসূ হয়।

Advertisement

দেখে নেওয়া যাক কাজগুলি কী কী—

• নবমীর দিন কিনে আনুন ন’মুখী রুদ্রাক্ষ এবং সেটি মায়ের চরণ স্পর্শ করিয়ে ধারণ করুন।

Advertisement

• নবমীর পুজোর সময় যে হোম করা হয়, সেই হোমের ছাই বাড়িতে এনে একটি ছোট মাটির ঘটে বাড়ির যে কোনও পবিত্র স্থানে রেখে দিন।

• নবমীর দিন অঞ্জলী দেওয়ার সময় অপরাজিতা এবং পদ্ম ফুল ব্যবহার করুন।

আরও পড়ুন: দুর্গাপুজোর অষ্টমীর দিনের বিশেষ ফলদায়ী টোটকা

• নবমীর দিন বাড়িতে কিনে আনুন শঙ্খ। নবমী বা দেবীপক্ষ চলাকালীন বাড়িতে শঙ্খ কিনে আনা অত্যন্ত শুভ বলে মানা হয়।

• নবমীর দিন পাঁচটি গোলাপ পাপড়ির দুই পাশে মধু মাখিয়ে দেবীর যে কোনও প্যান্ডেলে বা দুর্গাদেবীর সামনে গিয়ে রেখে আসুন। অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে।

• দেবীপক্ষ চলাকালীন কালো কাপড়ে মুড়ে কিছুটা ফিটকিরি বিছানার নীচে রেখে দিন।

• নবমীর দিন হলুদ রঙের সুতো মায়ের চরণে ছুঁইয়ে ন’পাকে বেঁধে হাতে পড়ুন।

• নবমীর দিন মায়ের কাছে ন’রকম ফুল, ফল ও মিষ্টি অর্পণ করুন।

• নবমীর দিন মায়ের কাছে ১০৮টি বেলপাতা অর্পণ করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement