আমরা আমাদের বাড়িতে অনেক রকম কীটপতঙ্গ দেখতে পাই। ঘর নোংরা হওয়ার ভয়ে আমরা তাদের বাইরে ফেলে দিই বা মেরে ফেলি। এদের মধ্যে একটা হল পিঁপড়ে। ঘরে পিঁপড়ে দেখলে বিরক্ত হন না, এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু জানেন কী, একটা পিঁপড়ে কতটা শুভ হতে পারে আমাদের জীবনে! পিঁপড়ে একটা ক্ষুদ্র প্রাণী হলেও তার থেকে অনেক কিছু শেখার আছে। যেমন পিঁপড়ের পরিশ্রম ও একতা। পরিবেশের ভারসাম্য রক্ষায় পিঁপড়ের ভূমিকা অশেষ।
মানব জীবন সমস্যায় জর্জরিত। এই সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতে যদি কোথাও পিঁপড়ে দেখতে পান, তা হলে দেখা মাত্র করে ফেলুন এই কাজ। দেখবেন জীবন কেমন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে।
আরও পড়ুন: ৫০০ এবং ২০০০ নোটের রঙের গোপন রহস্য
পিঁপড়ে দেখলে কী কাজ করতে হবে—
• জ্যোতিষ শাস্ত্রে পিঁপড়েকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পিঁপড়ের সঙ্গে এমন কিছু জড়িয়ে আছে, যা আমাদের সকল দুঃখ কষ্ট দূর করতে পারে। বাড়িতে যখনই পিঁপড়ের সারি দেখতে পাবেন, তখনই তাদের চালের গুঁড়ো খেতে দিন। প্রতিদিন পিঁপড়েকে চালের গুঁড়ো দিলে শনির দশা কাটে এবং চালের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েকে খেতে দিলে দুর্ভাগ্য কেটে যেতে সময় লাগে না।
• জীবনে বহু সমস্যা এসে পড়েছে? কাজে সাফল্য পাচ্ছেন না? পিঁপড়েকে নারকেলের গুড়ো খেতে দিন, এ সব সমস্যা জীবনে থেকে কর্পুরের মতো উবে যাবে।
• জীবন থেকে শনি, রাহু, কেতুর দশা কাটাতে গমের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েকে খেতে দিন। দশা প্রতিকারের সঙ্গে অর্থ সঞ্চয়ও বৃদ্ধি পাবে।
বাড়িতে যদি কালো পিঁপড়ের সারি দেখতে পান তা হলে সেটা সৌভাগ্যের চিহ্ন। যদি লাল পিঁপড়ের সারি দেখতে পান তা হলে জানতে হবে খারাপ সঙ্কেত। স্বপ্নে পিঁপড়ে দেখা অর্থ প্রাপ্তি বোঝায়।