Vastu Shastra

সংসারে সুখশান্তি বজায় রাখতে করে দেখুন এই কাজগুলি

সংসারে সুখ এবং শান্তির প্রয়োজন রয়েছে সর্বদাই। সুখে-শান্তিতে সংসার করার স্বপ্ন সকলেই দেখি। কিন্তু সব সময় আমাদের সেই চাহিদা পূরণ হয় না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১১ মে ২০২২ ০৮:২৬
Share:

প্রতীকী চিত্র।

সংসারে সুখ এবং শান্তির প্রয়োজন রয়েছে সর্বদাই। সুখে-শান্তিতে সংসার করার স্বপ্ন সকলেই দেখি। কিন্তু সব সময় আমাদের সেই চাহিদা পূরণ হয় না। সংসারে দুঃখকষ্ট এসেই যায়। তাই এর হাত থেকে মুক্তি পেতে জ্যোতিষ শাস্ত্র কিছু উপায় বা টোটকার কথা বলে। যা সঠিক ভাবে করতে পারলে সংসারে অবশ্যই সুখ এবং শান্তি পাওয়া যাবে।

Advertisement

টোটকাগুলি এই প্রকার—

• প্রতিদিন যে কোনও সময়ে শঙ্খের মধ্যে জল রেখে তা পান করুন। বাড়ির প্রত্যেক সদস্য এই কাজটি করতে পারেন। একই শঙ্খের জল প্রত্যেকে পান করতে পারেন, সকলের জন্য আলাদা শঙ্খের প্রয়োজন নেই।

Advertisement

• কালো রঙের জুতো গরিব-দুঃখীদের দান করুন। এই কাজটি শনিবার দেখে করতে হবে।

• অশ্বত্থ গাছের গোড়ায় একটি গোটা নারকেল এবং কিছুটা গুড় রেখে তার পর সেখানে জল অর্পণ করুন।

• মঙ্গলবার হনুমানজির পুজো করার সঙ্গে সঙ্গে নিরামিষ আহার গ্রহণ করুন। এ ছাড়া যে কোনও হনুমান মন্দিরে কাঁচা ছোলা এবং গুড় প্রদান করা অত্যন্ত শুভ।

• যে কোনও প্রবাহিত জলে শনিবার লাল লঙ্কার ১১টি বীজ অর্পণ করতে হবে এবং মনের প্রার্থনা জানাতে হবে।

• কিছুটা ফটকিরি নিয়ে নিজের মাথার উপর ২১ বার ঘুরিয়ে কোনও চার রাস্তার মোড়ের মাথায় ফেলে দিন।

• যে কোনও মন্দিরে বৃহস্পতিবার দু'টি কলাগাছ অর্পণ করুণ।

• চারকোনা একটা রুপোর পাত দিনের মধ্যে যত ক্ষণ সম্ভব নিজের কাছে রেখে দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement