প্রতীকী চিত্র।
১৮ অগস্ট বুধবার ঝুলনযাত্রা আরম্ভ ও ২১ অগস্ট শনিবার ঝুলন যাত্রা সমাপ্ত। ঝুলনযাত্রা খুবই পবিত্র একটা তিথি। এই দিন নানা শুভ কাজ বাড়িতে করা যেতে পারে। শ্রীকৃষ্ণের লীলার কথা তো আমাদের সকলেরই জানা। মনে করা হয় ঝুলনযাত্রার দিন শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমের পূর্ণ প্রকাশ ঘটেছিল। তাই এই দিন বিশেষ কিছু কাজ করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন। এ ছাড়া এই দিন এই কাজগুলি করার মাধ্যমে মনোবাঞ্ছাও পূর্ণ হয়।
দেখে নিন কাজগুলি কী কী—
• ঝুলনযাত্রার দিন ভোরে গঙ্গাস্নান করা অত্যন্ত পূণ্যের কাজ।
• এই দিন রাধাকৃষ্ণের যুগল ছবি বা মূর্তি পুজো করলে নানা দিক থেকে উপকার পাওয়া যায়।
• এই দিন শ্রীকৃষ্ণের মন্দিরে মুকুট দান করুন।
• ঝুলনযাত্রার দিনগুলিতে গীতাপাঠ করলে মন আনন্দে ভরে থাকে এবং নানা প্রকার দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়।
• জল অত্যন্ত পবিত্র জিনিস। ঝুলনযাত্রার দিন তৃষ্ণার্তকে জল পান করালে পূণ্য লাভ করা যায়।
• এই দিন বাড়িতে ময়ূরের পালক কিনে এনে ঠাকুরের আসনে রাখা খুবই ভাল কাজ।
• ঝুলনযাত্রার দিন শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র পরানো খুবই ভাল কারণ শ্রীকৃষ্ণের আরেক নাম পীতাম্বরধারী।
• এই দিন হলুদ মিষ্টি বা হলুদ রঙের ফল দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করুন।
• হলুদ রঙের ফুল দিয়ে পুজো করাও খুবই ভাল।
• এই দিন ঠাকুরের আসনে একটা নতুন চন্দনকাঠ কিনে এনে রাখুন। এতে বাড়িতে শুভ শক্তি প্রবেশ করে।
• এই দিন বাড়িতে বীণা কিনে আনা অত্যন্ত শুভ বলে মানা হয়।