BJP

ডিভিসি-বিবাদে রাজ্যে চাষে ক্ষতির আশঙ্কা

রাজ্যের ‘জেদে’র জন্য বাংলার ২৫ লক্ষ কৃষক ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ০৫:১৫
Share:

বাংলার কয়েক লক্ষ কৃষক ক্ষতির মুখে পড়তে পারে বলে দাবি বিজেপির। —প্রতীকী চিত্র।

রাজ্য সরকারের ‘জেদে’র জন্য বাংলার অন্তত ২৫ লক্ষ কৃষক ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করল বিজেপি। দলের বিধাননগর কার্যালয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বুধবার দাবি করেছেন, “রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি’কে দায়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন ‘ডিভিআরআরসি’ থেকে প্রতিনিধি প্রত্যাহার করে নেওয়ার। ডিভিসি এবং রাজ্য সরকারের বিবাদের কারণে মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্য ডিভিসি’র থেকে আর জল নেবে না। এর সরাসরি প্রভাব পড়বে রাজ্যের কৃষি ব্যবস্থায়।” তাঁর সংযোজন, “আমাদের রাজ্যে রবি এবং বোরো চাষের মরসুম শুরু হতে চলেছে। এই চাষ সেচ নির্ভর। পর্যাপ্ত জলের যোগানের জন্য ডিসেম্বরের শুরু থেকেই জেলা এবং ডিভিশনাল কমিশনার স্তরে রাজ্যের সঙ্গে ডিভিসি’র আলোচনা শুরু হয়ে যায়। কিন্তু এই বছর এখনও পর্যন্ত ডিভিসি’র কাছে রাজ্যের তরফে জল নেওয়ার জন্য কোনও আবেদন করা হয়নি। রাজ্য সরকারও সেচের জলের জন্য কোনও ব্যবস্থা করেনি। রাজ্যের এই নীতির ফলে অন্তত ২৫ লক্ষ কৃষক ক্ষতির মুখে পড়বেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement