—প্রতীকী ছবি।
ফিটকিরি যে শুধুমাত্র জল পরিশোধন করতে ব্যবহার করা হয় তা নয়। জ্যোতিষশাস্ত্র মতে ফিটকিরি দিয়ে আমরা আমাদের জীবনের নানা সমস্যার সমাধানও করতে পারি। এ ছাড়া জীবন থেকে অশুভ প্রভাব দূর করতেও অনেক কার্যকরী এই বস্তু। তাই ফিটকিরি দিয়ে আমরা যদি কিছু টোটকা পালন করতে পারি, তা হলে জীবন থেকে নানা সমস্যার সমাধান করতে পারবো।
টোটকা
১) বাস্তুদোষ কাটাতে কার্যকরী ফিটকিরি। বাস্তুদোষ কাটাতে বাড়ির প্রধান দরজার সামনে একটা কাচের পাত্রে কিছুটা জল রেখে তাতে ফিটকিরি দিয়ে রেখে দিন।
২) বাচ্চাদের লেখাপড়ায় মনোযোগ নেই, সেই ক্ষেত্রে একটা বড় মাপের ফিটকিরির টুকরো বাচ্চার পড়ার জায়গায় রেখে দিন।
৩) ব্যবসা বা চাকরি যাই হোক, যদি কাজে খুব বেশি বাধা আসে তা হলে একটা লাল কাপড়ের টুকরোয় কিছুটা ফিটকিরি বেঁধে কাজের জায়গায় ঝুলিয়ে রাখুন।
৪) যদি আপনি মনে করেন আপনার বাড়ির ওপর নজর দোষ রয়েছে, সেই ক্ষেত্রে একটা পাত্রে কিছুটা ফিটকিরি, কিছুটা নুন এবং কালো সর্ষে একসঙ্গে নিন। সেটিকে বাড়ির চারপাশে সাত বার ঘুরিয়ে নিয়ে জিনিসগুলো একসঙ্গে বাড়ির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলুন। নজর দোষ যত খারাপই হোক না কেন, তা নষ্ট হয়ে যাবে।
৫) রাতে ভাল ঘুম হয় না বা সারা রাত খারাপ খারাপ স্বপ্ন দেখেন? এই ক্ষেত্রে বালিশের নীচে এক টুকরো ফিটকিরি রেখে তার পর ঘুমোতে যান। অনেকটা উপকার পাবেন।
৬) নতুন গাড়ি কিনে এনে প্রথমেই গাড়ির ভিতরে কিছুটা ফিটকিরি রাখলে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা অনেকটা কমে যায়।
৭) ঘরকে সম্পূর্ণ ভাবে নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করতে কিছুটা ফিটকিরি গুঁড়ো করে নিন এবং ঘরের চার কোণে ছড়িয়ে দিন।