আমরা কোনও না কোনও বিষয়ের প্রতিকারে রুদ্রাক্ষ ধারণ করে থাকি। কিন্তু রুদ্রাক্ষ শুধু ধারণ করলেই হবে না। প্রত্যহ রুদ্রাক্ষকে পূজা দিতে হবে। এই শ্রাবণ মাসের যে কোনও সোমবার বিশেষ পূজা করুন।
এখন প্রশ্ন হল সাধারণ পূজা আর বিশেষ পূজা কী?
প্রথমে জেনে নেওয়া যাক সাধারণ পূজা সম্পর্কে—
প্রত্যহ তিনটি বেলপাতা, তিনটি সাদা ফুল, সাদা চন্দন ও পাথরবাটি নিন। পাথরবাটির ওপরে ছোট শিবলিঙ্গ, সঙ্গে রুদ্রাক্ষ রাখুন। শিবলিঙ্গ ঘরে না থাকলে শুধু রুদ্রাক্ষ রাখলেও চলবে। এ বার হাতে তিনটি ত্রিফলা বেলপাতা ও তিনটি সাদা ফুল নিয়ে সচন্দন নিবেদন করুন ওই রুদ্রাক্ষে।
মন্ত্র: ওঁ নমঃ শিবায়/কৃপাং দেহী।।
নমঃ হরপার্বতীচরণম্/সংসার সর্বসুখ হেতু।। (১০ বার)
আরও পড়ুন: বিবাহিত জীবনে রুদ্রাক্ষের ভূমিকা
এরপর চামেলি তেল মাখিয়ে ধারণ করুন।
এ বার বিশেষ পূজা রুদ্রাক্ষের কীভাবে দেবেন?
সোমবার কাঁচা দুধ একটি পাত্রে ঢালবেন।
তাতে কালো তিল দেবেন।
সিদ্ধি সামান্য, মধু, গঙ্গাজল, কর্পূর, সামান্য আতপ চাল মেশাবেন।
ওই মিশ্রিত দুধের গ্লাস নিয়ে রুদ্রাক্ষের ওপর ঢালবেন।
মন্ত্র: ওঁ নমঃ শিবায়/মধুর মিলন কামনার্থায়/সর্ববাধা দূরীকরণার্থায়/ নমঃ শিবায়। (১০ বার)
এরপর গঙ্গাজলে রুদ্রাক্ষ ধুয়ে ওঁ নমঃ শিবায় বলে চামেলি তেল মাখিয়ে ধারণ করুন।