পুজোর দিন রাস্তাঘাটে ভুলেও স্পর্শ করবেন না এই জিনিসগুলো

রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তায় এমন কিছু অমঙ্গলজনক জিনিস পড়ে থাকে যা স্পর্শ করা একদম উচিত নয়। যা স্পর্শ করলে আপনার জীবনে ঘটতে পারে গুরুতর বিপদ।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৯ ০০:০৫
Share:

মায়ের আগমনের সময় হলেই সেজে ওঠে বাঙালির মন আর প্রাণ। আকাশে বাতাসে যে ছড়িয়ে পরে মায়ের আগমন বার্তা। পুজো মানেই খাওয়া দাওয়া, হৈ হুল্লোড়, আর ঘুরতে যাওয়া। ষষ্ঠী থেকেই রাস্তায় আছড়ে পড়ে মানুষের ভিড়। প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য মানুষ যেন অপেক্ষা করে থাকে এই সময়টার।

Advertisement

তবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তায় এমন কিছু অমঙ্গলজনক জিনিস পড়ে থাকে যা স্পর্শ করা একদম উচিত নয়। যা স্পর্শ করলে আপনার জীবনে ঘটতে পারে গুরুতর বিপদ। যে বিপদ হয়ত আপনার জীবনকে বিপন্ন করে দিতে পারে।

আরও পড়ুন: দুর্গাপুজোর দিন ভুলেও এই সব কাজ করবেন না

Advertisement

কিছু এমন জিনিস আছে, যা দিয়ে অশুভ শক্তির বিনাশ করা হয়। সে সব জিনিস যদি আপনি ভুল করে ছুঁয়ে ফেলেন তা হলে আপনার জীবনে নেগেটিভ শক্তির প্রভাব বাড়তে পারে। যার ফলে বাড়িতে অশান্তি, রোগব্যধি, অর্থাভাব-সহ নানারূপ বাধা বিপত্তি আসতে পারে। তাই জীবনকে সুন্দর ও সুস্থ করতে রাস্তায় খুব সাবধান চলতে হবে।

রাস্তায় কোন কোন জিনিস থেকে সাবধান থাকতে হবে:

• রাস্তায় যদি কোথাও জবা ফুল পড়ে থাকে, তা হলে তা স্পর্শ করবেন না বা তা ডিঙিয়ে যাবেন না। একটু দূরত্ব বজায় রেখে চলবেন।

• রাস্তায় যদি কাগজে মোড়া কিছু দেখেন, তা ভুলেও তুলবেন না। কোনও মতেই এ সব জিনিস স্পর্শ করা উচিত নয়।

• যদি রক্ত মাখা কাপড় দেখতে পান, তা হলে তার থেকে অনেকটা দূরে সরে যান।

• রাস্তায় যদি শুকনো লঙ্কা পড়ে থাকে, তা হলে কোনও মতেই তা ডিঙিয়ে যাওয়া উচিত হবে না।

• যদি রাস্তায় লেবু, লঙ্কা, সিঁদুর, হলুদ এ সব পড়ে থাকে, তবে এ সব জিনিস ডিঙিয়ে গেলে ভয়ঙ্কর ক্ষতি যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement