এই জিনিসগুলি দান করলে জীবনে চরম বিপদ আসতে পারে

বাসি খাবার– কাউকে বাসি খাবার বা বেঁচে যাওয়া খাবার দান করতে নেই। এতে বাড়ির পরিবেশ অশান্তিতে ভরে ওঠে। অর্থ হানিও হতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ০০:৩২
Share:

দান কথাটার মধ্যেই যেন একটা মানসিক শান্তি থাকে। সমস্ত ধর্মেই দানকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। অসহায় মানুষকে কিছু দান করা পুণ্যের কাজ বলে মনে করা হয়। দান করলে শুধুমাত্র পুণ্য নয়, মানসিক শান্তি, বিপদ ও নানা সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়।

Advertisement

কিন্তু এমন অনেক জিনিস আছে, যেগুলি দান করলে শুভর চেয়ে অশুভই বেশি হয়। প্রাচীন কিছু গ্রন্থে দানের বিষয়ে বিভিন্ন রকম নিয়মের কথা বলা আছে। দান বিশেষ কিছু নিয়মে করলে তবেই মঙ্গল, তা না হলে মঙ্গলের থেকে অমঙ্গলই বেশি হবে। দেখে নেওয়া যাক কোন কোন জিনিস দান করা উচিত নয়।

• সরষের তেল– সরষের তেল দান করা ভাল। তবে তা যেন ব্যবহৃত না হয়। ব্যবহার করা তেল দান করলে শনিদেবের কু-দৃষ্টির শিকার হতে হয়।

Advertisement

• পুরনো জামা কাপড়– ব্রাহ্মণ, পুরোহিত বা কিছুটা আর্থিক ভাবে সক্ষম কাউকে কখনও পুরনো জামা কাপড় দান করবেন না। এতে লক্ষ্মীদেবী রুষ্ট হন। যাঁর প্রয়োজন আছে তাঁকে পুরনো জিনিস দান করলে কোনও অসুবিধা নেই।

• প্লাস্টিকের জিনিস– প্লাস্টিকের কোনও জিনিস কাউকে দান করবেন না বা কারও কাছ থেকে নেবেন না। এতে ঘরের সুখ সমৃদ্ধি হ্রাস পায়।

আরও পড়ুন: কর্কট রাশির জীবনে কী কী ঘটতে পারে বাংলার নতুন বছরে

• ঝাড়ু– ঝাড়ু কখনও কাউকে দান করবেন না। এতে জমানো অর্থ খরচ হয়ে যায় এবং বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে।

• বাসি খাবার– কাউকে বাসি খাবার বা বেঁচে যাওয়া খাবার দান করতে নেই। এতে বাড়ির পরিবেশ অশান্তিতে ভরে ওঠে। অর্থ হানিও হতে পারে।

• স্টিলের জিনিস– স্টিলের জিনিস দান করতে নেই বা গ্রহণ করতে নেই। স্টিলের বাসন যাঁকে দান করা হয় বা যাঁর কাছ থেকে নেওয়া হয় তাঁর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়।

• ধারাল জিনিস– ধারাল কোনও জিনিস কাউকে দান করতে নেই। এতে নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

• ধর্মগ্রন্থ– নতুন ধর্মগ্রন্থ দান করা যতটা পুণ্যের কাজ, ঠিক ততটাই জীবনে ক্ষতি হয় পুরনো বা ছেঁড়া ধর্মগ্রন্থ দান করলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement