—প্রতীকী ছবি।
রাখী সম্পর্কের বন্ধনের উৎসব। ভাইয়ের মঙ্গল এবং ভাইবোনের সম্পর্কের দৃঢ়তা কামনারও উৎসব। এই উৎসবে ভাইয়ের হাতে মঙ্গলসুতো বেঁধে দিয়ে বোনেরা ভাইয়ের মঙ্গল কামনা করেন। রাখীবন্ধন উৎসবের সূচনার সময় সম্বন্ধে সঠিক তথ্য না থাকলেও মহাভারতে শ্রীকৃষ্ণের হাতে অনাত্মীয়া দ্রৌপদীর মঙ্গলসুতো বন্ধনের তথ্য পাওয়া যায়। তবে তা রাখী কি না সেই বিষয়ে দ্বিমত আছে। অসুরনিধনের সময়ে কৃষ্ণের হাতে তাঁর বোনের মঙ্গলসুতো বাঁধার তথ্যেরও উল্লেখ রয়েছে। দেবী লক্ষ্মী সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজার হাতে মঙ্গলসুতো বেঁধেছিলেন এই শ্রাবণী পূর্ণিমা তিথিতেই। কবিগুরু রবীন্দ্রনাথও মহাসমারোহে রাখী উৎসব পালন করেছিলেন।
আগামী ১৯ অগস্ট, সোমবার রাখীবন্ধন উৎসব।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে-
পূর্ণিমা তিথি আরম্ভ
বাংলা ২ ভাদ্র, রবিবার
ইংরেজি ১৮ অগস্ট, রবিবার
সময় রাত ৩টে ৬ মিনিট। (রবিবার শেষ রাত)
পূর্ণিমা তিথি শেষ
বাংলা ৩ ভাদ্র, সোমবার
ইংরেজি ১৯ অগস্ট, সোমবার
সময় রাত ১১টা ৫৬ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-
পূর্ণিমা তিথি আরম্ভ
বাংলা ১ ভাদ্র, রবিবার
ইংরেজি ১৮ অগস্ট, রবিবার
সময় রাত ২টো ৩৫ মিনিট ২৭ সেকেন্ড।
পূর্ণিমা তিথি শেষ
বাংলা ২ ভাদ্র, সোমবার
ইংরেজি ১৯ অগস্ট, সোমবার
সময় রাত ১২টা ৪২ মিনিট ৪৪ সেকেন্ড।