ফাইল চিত্র।
সৌরমণ্ডলের মধ্যমণি বা কেন্দ্রপতি সূর্য। সূর্যদেবকে কেন্দ্রে রেখে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলি অবিরাম গতিতে নিজ কক্ষপথে প্রদক্ষিণ করে চলেছে। পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে চন্দ্র। প্রদক্ষিণরত অবস্থায় চন্দ্র যখন সূর্যের কাছে চলে আসে (০ ডিগ্রিতে) তখনই হয় অমাবস্যা। সূর্য থেকে দূরে অবস্থান রত অবস্থা (১৮০ ডিগ্রি) হল পূর্ণিমা। প্রত্যেক অমাবস্যার বিশেষ বৈশিষ্ট্য আছে। যেমন, ভাদ্র মাসের অমাবস্যা কৌশিয়ং অমাবস্যা। তন্ত্রশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ তিথি।
আগামী ৭ সেপ্টেম্বর, ২১ ভাদ্র, মঙ্গলবার কৌশিয়ং অমাবস্যা।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে –
অমাবস্যা তিথি আরম্ভ –
বঙ্গাব্দ – ২০ ভাদ্র, সোমবার।
খ্রিস্টাব্দ – ৬ সেপ্টেম্বর, সোমবার।
সময় – দিবা ৭টা ৪০ মিনিট।
অমাবস্যার নিশিপালন।
অমাবস্যা তিথি শেষ –
বঙ্গাব্দ – ২১ ভাদ্র, মঙ্গলবার।
খ্রিস্টাব্দ – ৭ সেপ্টেম্বর, মঙ্গলবার।
সময় – সকাল ৬টা ২২ মিনিট।
অমাবস্যার ব্রতোপবাস, কৌশিয়ং অমাবস্যা, শ্রী শ্রী কেতুগ্রহাবির্ভাব।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে –
অমাবস্যা তিথি আরম্ভ –
বঙ্গাব্দ – ২০ ভাদ্র, সোমবার।
খ্রিস্টাব্দ – ৬ সেপ্টেম্বর, সোমবার।
অমাবস্যার নিশিপালন।
সময় – দিবা ৭টা ০৬ মিনিট ০৭ সেকেন্ড।
অমাবস্যা তিথি শেষ –
বঙ্গাব্দ – ২১ ভাদ্র, মঙ্গলবার।
খ্রিস্টাব্দ – ৭ সেপ্টেম্বর, মঙ্গলবার।
সময় – দিবা ৬ টা ৩৪ মিনিট ৩৩ সেকেন্ড।
অমাবস্যার ব্রতোপবাস, কৌশিকী অমাবস্যা।